ইরানের বীরসেনানায়ক কাসেম সুলেইমানীকে কাপুরুষেরমত হত্যার প্রতিবাদে যশোরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) বিক্ষোভ ও মানব বন্ধন

http://www.71news24.com/2019/03/18/1128

মার্কিন সাম্রাজ্যবাদ কর্তৃক  ইরানের বীরসেনানায়ক কাসেম সুলেইমানীকে কাপুরুষেরমত হত্যার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলার শাখার প্রতিবাদও মানব বন্ধনে বক্তরা বলেনঃ

“ট্রাম্প পাগল নয়, শয়তানের বাদশাহ”।

 

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ডেক্সঃ

ইরানের জেনারেল সুলাইমানি হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।

 

আজ ৮ জজানুয়ারী ২০২০ বুধবার বিকালে শহরের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পাগল নয়, সে একটা শয়তানের বাদশাহ, বদমাইশ, খুনী, যুদ্ধবাজ। সে শান্তির শত্রু, মানবতা ও সভ্যতার শত্রু। সে ঠান্ডা মাথায় জেনারেল কাসেম সোলাইমানিকে খুন করিয়েছে। বর্তমানে আরব বিশ্ব শুধু নয়, খোদ আমেরিকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন সাম্রাজ্যবাদ সারা বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাদের উদ্দেশ্য অস্ত্র ব্যবসা, তেলের উপর খবরদারী, ইহুদিদের জন্য একটি বড় দেশ প্রতিষ্ঠা করা। বিশ্ব শান্তির জন্য, মানব সভ্যতার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধ বিশ্ববাসীকে রুখে দাড়াতে হবে।

 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা শাখার সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক ইসরারুল হক প্রমুখ।

 

এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা অনিল বিশ্বাস ও জাকির হোসেন হবি উপস্থিত ছিলেন।

Please follow and like us: