একাত্তর নিউজ , যশোর অফিস :
মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে করোনার দ্বিতীয়ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে যশোর জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এরমধ্যে ছিলো, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ।
আজ সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগের ডিআইজি ড. খন্দকার মহিউদ্দিন যশোরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দদের মাঝে ১৫ হাজার মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, মাস্ক পড়া, হ্যান্ড স্যানিটাউজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চললে আমরা করোনা অনেকটা প্রতিরোধ করতে পারবো। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে না যাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানে সেবা না দেয়ার জন্য আহবান জানান তিনি।
এরপর বেলা ১২টার দিকে যশোর শহরের প্রানকেন্দ্র দড়াটানায় জড়ো হতে থাকে সামাজিক, রাজনৈতিক, পরিবহন সমিতি, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ যশোরের বিশিষ্টজনেরা।
উপস্থিত অতিথীবৃন্দের বক্তব্য শেষে একটি বনার্ঢ্য র্যালী দড়াটানা থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। র্যালী শেষে পথচারিদেরকে এবং বিভিন্ন সংগঠনকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা স্বাস্থ্যবিধী মেনে চলা’। করোনার দ্বীতীয়ধাপ আমরা অতিবাহিত করছি। সুস্থ থাকতে জনসচেতনতার কোন বিকল্প নেই। ‘মাস্ক পরার অভ্যাস করি করোনামুক্ত বাংলাদেশ গড়ি’। তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে একযোগে যশোর শহরের পাঁচটি স্থানে এ প্রচারণা চালানো হচ্ছে। এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।
র্যালীতে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সিভিল সার্জন (সিএস) শেখ আবু শাহিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুন্ডু, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক জাহাঙ্গির, মুক্তিযোদ্ধা রবিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শিকদার সালাউদ্দিন, তৌহিদুল ইসলাম, গোলাম রাব্বানী, আবু নাসের ও জুয়েল ইমরানসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।