বাঘারপাড়া প্রতিনিধি : যশোর জেলার বাঘারপাড়া থানার খাজুরা বাজারে বর্তমানকরোনা পরিস্থিতিতে দরবেশ বাবা নামে পরিচিতি লাভ করেছে, খাজুরা বাজারের একজন স্বেচ্ছাসেবক এর ভূমিকায় কাজ করা ব্যক্তি। বেশ কয়েকজন লোকের সাথে কথা বলে জানা যায় নামটি তার জিয়াউর রহমান জয়। তারা আমাদেরকে জানান জিয়াউর রহমান জয় গলায় একটি ছোট গামছা ও হাতে একটি হ্যান্ড মাইক নিয়ে সকাল ৯ঃ০০ টা হতে সারাদিন, তিনি নিজের ইচ্ছাতে সকলকে হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতন করে আসছেন। কখনো লিফলেট বিলি করছেন, কখনো দোকানে দোকানে গিয়ে, কখনো বা মসজিদের মাইকে কখনও বাড়িতে গিয়ে মানুষ সচেতন এর কাজটি তিনি করছেন। তার গলায় গামছা থাকায় বর্তমানে সবাই দরবেশ বাবা বলে ডাকে। কিন্তু একটি কুচক্রী মহলের কারনে আজ তিনি লাঞ্চিত। খাজুরা বাজারে বিশেষ একটি মহল এর কারণে এই স্বেচ্ছাসেবী করোনা সৈনিক লাঞ্চিত হচ্ছে। কারণ স্বেচ্ছাসেবকের পরিচয় ধারী একটি কুচক্রী মহল তার নাম ব্যবহার করে খাজুরা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনৈতিক কার্যক্রম চালাচ্ছে। কিন্তু যারা এই কাজ করছেন তাদের সাথে এই করোনা যোদ্ধার কোন সম্পর্ক নেই। তার পরেও তারা তার নামটি কেন ব্যবহার করছেন তিনি বলতে পারছেন না। এই বিষয়টি সম্পর্কে তার সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে বলেন, আমি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবকের কাজটি করছি, তাই আমার সাথে তাদের কোন সম্পর্ক নেই। আমি যতদিন এই করোনা পরিস্থিতি থাকবে, ততদিন স্বেচ্ছাসেবকের কাজটি করে যাব।তিনি আমাদেরকে আরও বলেন, যে কুচক্রীমহল তার নামটা ব্যবহার করে অনৈতিক কার্যক্রম চালাচ্ছে। তিনি আইনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানান। আপনারা খাজুরা বাজারের এসে জানতে পারেন।আমি কোন অনৈতিক কাজের সাথে জড়িত নাই। আমার সুনাম নষ্ট করার জন্য একটি বিশেষ কুচক্রী মহল এটি করছে।
দোকানদারদের কাছে জিজ্ঞেস করলেই আপনারা তাদের সঠিক তথ্য পাবেন।
খাজুরায় কুচক্রী মহলের কারণে স্বেচ্ছাসেক করোনা যোদ্ধা লাঞ্ছিত
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: