নাসির উদ্দিন নয়ন : মনিরামপুর উপজেলায় ১৩খানপুর ইউনিয়নের ২নং ওয়ান্ড মাসনা গ্রাম ঘুরে এ চিত্র দেখা গেছে। ঘুর্নিঝড় আম্পানে কেরে নিলো মাসনা গ্রামের মুস্তাক মোড়লের ঘড় তিনি একজন ভ্যান চালক সারাদিন ভ্যান চালিয়ে যা আয় করেন তাই দিয়ে তিনি কনো রকম জীবন যাপন করছিলেন,হঠাৎ ঘুর্নিঝড় আম্পানর কেরে নিলো মাথা গোজার ঠাই,তাই এখন তার সব কিছু এলো মেলো হয়ে গেছে,
মুস্তাক মানসিক ভাবে ভেঙ্গে পরেছেন, তিনি বলেন একদিকে করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি হয়ে আছি দুবেলা দুমুঠো খাবার জোটেনা, তাই ঘর মেরামতের সামর্থ্য নাই, পরিবারের সবাইকে নিয়ে খুব কষ্টো জীবন যাপন করছি, তিনিযে ঘরটিতে এখন বসবাস করছেন কখন ভেঙ্গে পরবে সেটা নিয়েই দুশ্চিন্তার শেষ নাই। মুস্তাক বলেন আমি অনেকের কাছে সাহায্য সহায়তা চেয়েছিলাম, কিন্তু কেউ দেয়নি। এখন তার পক্ষে ঘরটি মেরামত করাও সম্ভব হচ্ছে না, তাই তিনি বাংলাদেশ সরকার ও সরকারি কর্মকর্তাদের কাছে সাহায্য চেয়ে আকুল আবেদন করেন।
ঘুর্নিঝড় আম্পানে ভেঙে যাওয়া ঘড় নিয়ে হতাশায় ভ্যান চালক মুস্তাক
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: