নিজস্ব প্রতিবেদক : জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপশহর ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে যারা কৃতিত্বপূর্ণ ফল করেছে গতকাল পরিষদের হল রুমে তাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
ইউপি চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সহসভাপতি নুর ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান, ইন্সটিটিউটের নির্বাচিত সদস্য কবি কাসেদুজ্জামান সেলিম, যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, উপশহর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মেম্বার অরিসুল আলম মাসুদ, নয় নম্বর ওয়ার্ড মেম্বার হাসান জহির, অভিভাবক বেনাপোল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাহিদুর রহমান, শিক্ষার্থী সাদমানুল হক সামি, তারফিয়া রহমান মাহি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এক নম্বর ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন। অনুষ্ঠানে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।