ঝিকরগাছায় বিভিন্ন কর্মসূচিতে বিজয় দিবস উৎযাপন

http://www.71news24.com/2019/03/18/1128

আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) :  যশোরের ঝিকরগাছায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যদয়ের সাথে সাথে উপজেলা মোড়ে শহীদদের স্মৃতি স্তম্ভে পূষ্পমার্ল্য অর্পণ, সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টার সময় স্থানীয় বিএম স্কুল মাঠে পুলিশ, আনছার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী করে।

 

এছাড়া ঝিকরগাছা উপজেলা অডিটোরিয়াম হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে “সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাক্তার মো: নাসির উদ্দিন।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবীর, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শ্যামল কুমার বসু, থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ, উপজেলা শিক্ষা (প্রাথমিক) অফিসার ইসমত আরা পারভীন, উপজেলা সামাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাশ, উপজেলার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আইসিটি অফিসার মো: মঈনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিব) শিপ্রা রাণী ঘোষ, উপজেলা খাদ্য গুদাম অফিসার প্রবোধ কুমার পাল, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজাহার আলী, রফিকুল ইসলাম বাপ্পী, শামীম রেজা, জাফিরুল হক, পৌর আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

 

এর আগে ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের উদ্যোগে পৌর ভবনের সামনে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please follow and like us: