আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।
যুবলীগের জেলা শাখার সহ সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মো: আজাহার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম মুকুল ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।
বক্ত রাখেন উপজেলা যুবলীগের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও পানিসারা ইউপি চেয়ারম্যান নওশের আলী, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাঁকড়া ইউপি চেয়ারম্যান নেছার আলী, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুল আলম, শামীম রেজা, আবু জাফর মনি, জাহাঙ্গীর হোসেন, জাহিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, শাহেদুর রহমান শিপলু, পৌর আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিন্টু, মুনিরুল আলম মিশর, ইমামুল হাবিব জগলুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী।অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালনে নানা কর্মসূচি গৃহীত হয়।