শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল:
তৃতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন সাবেক ছাত্রলীগ নেতা রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট শুভাস সিংহ রায়। এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় তিনি ভারতে তৃতীয় বাংলাদেশ চলচিত্র উৎসব শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরেন। তার সফর সঙ্গী হিসাবে ছিলেন শার্শার কৃতি সন্তান কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসান।
শুভাস সিংহ রায় বলেন গত ৫ ফেব্রুয়ারী হাসিনা ডটার’স এর শুভ উদ্বোধনের মাধ্যেমে শুরু হয় দুই বাংলার চলচিত্র উৎসব। ৫ থেকে ৮ তারিখের দুই বাংলার যৌথ উদ্যেগে চলচিত্র উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, তথ্য সচিব খাজা মিয়া, প্রেস মিনিষ্টার সাংবাদিক সাবান মাহমুদ, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মাদ ইমরান কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান প্রমুখ। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, পশ্চিমবঙ্গের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী জয়া আহসান, রিয়াজ, মিথিলা সৃজিত সহ দুই বাংলার তারাকারা।
বেনাপোল ন্যোম্যন্স ল্যান্ডে ফুলেল শুভেচ্ছা জানান টাইম ভিশনের নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু,সাবেক ছাত্রনেতা ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল, বেনাপোল ৯ নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা, পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।