একাত্তর ডেস্ক : যশোরের এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
দেশের উন্নয়নে ধারা সঠিক ভাবে বাস্তবায়ন করতে সবাইকে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনার মূল লক্ষ্য দেশকে সোনার বাংলা গড়া। গতকাল মংলবার প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। ভাল ফলাফল অর্জন করবে। তোমাদের উন্নত ব্যবস্থায় শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের উপর। তোমাদের নিয়ে প্রধানমন্ত্রী গভীর চিন্তা-ভাবনা করেন। তোমাদের উন্নত, সুখী-সমৃদ্ধ জীবন ব্যবস্থা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিরালস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের সভাপতি লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ও কোতয়ালী মডেল থানার ওসি অপূর্ব হাসান। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখেন মজুমদার, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শহরের আহবায়ক মাহামুদ হাসান মিলু, সদরের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার ও শহীদুজ্জামান শহীদ, সদস্য ইমরান খান ছাপ্পান, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল খান, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাদ্দিন, সাধারণ সম্পাদক খেলাফত হোসেন, লেবুতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করীম, সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, এম এম কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা জাকির হোসেন জুম্মান, যশোর সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কায়েস আহমেদ রিমু প্রমুখ। এর আগে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। প্রতিষ্ঠানের সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল খালেক, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম.কামরুজ্জামান জাহাঙ্গীর। আনোয়ারুল করীম আনুর সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খানহাজান ও ম্যানেজিং কমিটির বিদ্যাৎসাহী সদস্য আব্দুর রাজ্জাক ফুল।