শেখ গফফার রহমান, একাত্তর প্রতিনিধি:
আজ ১৮ ডিসেম্বর ২০১৯ সকাল ১১টায় যশোর-সদর বসুন্দিয়া ইউনিয়নের বিবাহ রেজিঃ মাওলানা শাহ আলম লিখিত বক্তব্য বলেন তার বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগটি সড়যন্ত মূলক, মিথ্যাও ভিত্তিহীন।
গত ৮ডিসেম্বর ২০১৯ আনুমানিক রাত ৯টায় জঙ্গল বাধাল স্কুল জামে মসজিদের ঈমাম শফিউল্লাহ একটি বিবাহ পড়ালোর জন্য মোবাইল ফোনে কয়েকবার অনুরোধ করলে, আমি রাত্রে যেতে অনিচ্ছা প্রকাশ করা সত্ত্বেও বারবার অনুরোধ করায় আমি আমার বড় পুত্রকে সঙ্গে নিয়ে জঙ্গল বাধাল গ্রামের ফারুক হোসেনের বাড়িতে যেয়ে জানতে পারি তার পুত্র মাহামুদুর রহমান (বয়স ১৯ বছর ৭ মাস) মোবাইল ফেসবুকের মাধ্যমে টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন চাতুটিয়া গ্রামের ইদ্রীস আলীর কণ্যা রিনা খাতুন (১৯) এর সংগে ৫,০০,০০০/= (পাচ লক্ষ) টাকা দেনমোহরে টাঙ্গাইল সদরের আটুরটাকুর ১৬ নং ওয়ার্ডে বিবাহ রেজিঃ কাজির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যার রেজিঃ নং এবং বালাম নং ১, পৃষ্ঠা নং ৭৬। আমি বিষয়টা জানতে পেরে পুনরায় বিবাহের কারণ জানতে চাইলে ছেলের নানা শফিউল্লাহ জানায় ছেলে বেকার, সে কারণে উভায়ের সম্মতিতে ১,০০,০০০/= (একলক্ষ) টাকা দেনমোহরে পুনারায় ছানি বিবাহ পড়াতে হবে। আমি বিবাহ পড়াতে সম্মত না হয়ে চলে আসতে গেলে বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের দফাদার শাহীন স্ব-দল বলে এসে আমাকে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগে আটকে রেখে পুলিশে দিয়ে থানা হাজতে প্ররণ করে পরদিন ৯ ডিসেম্বর দুপুর ২ টার দিকে কয়েকজন পুলিশ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ঘটনাস্থল বসুন্দিয়া জঙ্গলবাধাল গ্রামের ফারুকের বাড়িতে নিয়ে এসে বাল্যবিবাহ পড়ানো হয়েছে মর্মে বিবাহ রেজিঃ বালাম বইতে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে তাৎক্ষনিক আমাকে ৪০,০০০/= (চল্লিশ) টাকা জরিমানা নগদ আদায় করেন এবং আমার লাইসেন্স বাতিল বলে ঘোষনা দেন বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন প্রকৃত সড়যন্তকারীও বর,কনে অভিভাবকদের সঠিক বিচার না করে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, সড়যন্ত মূলক উদ্দেশ্য প্রনোদিতও অন্যায় বিচার করা হয়েছে বলে আইনমন্ত্রণালয় ও জেলা প্রশাসকের নিকট সার্বিক তদন্তের মাধ্যমে সুস্থবিচারের জোর দাবি জানিয়েছেন।