সাঈদ ইবনে হানিফ ঃ বাঘারপাড়া (যশোর) যশোরের বাঘারপাড়া ডিগ্রী কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক (অবঃ) সদরুদ্দীন (৬৫)সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সূত্র জানায়,
রবিবার ২৪ জানুয়ারি বিকাল ৩ টার দিকে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। কর্মজীবন শেষে তিনি বাঘারপাড়া ডিগ্রী কলেজ কর্তৃক বিদায় অনুষ্ঠান শেষে ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন। একজন প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, প্রতিষ্ঠানে সভাপতি রাজিব রায়সহ শিক্ষক কর্মচারী। প্রিয় স্যার সদরুদ্দীন রবিবার ২৪ জানুয়ারী চাকুরী জীবনের্ ইতিটেনে বাঘারপাড়া থেকে বিদায় নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে পৌছালে দুপুর ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হলে স্থানীয়রা দ্রুত ঝিনাইদহের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। এসময় হাসপাতালসহ স্যারের বাড়িতে স্বজনদের আহাযারীর রোলপড়ে।