শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল ঘিবা সীমান্তে ৪০ কেজি ভারতীয় গাঁজা এবং চৌগাছা মাসিলা সীমান্তে ১৯২ বোতল ফেনসিডিলসহ ২ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৯ জুলাই) সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- যশোর জেলার চৌগাছা থানার ছুটিপুর বাসস্টান্ড কারিগরপাড়া এলাকার ইমান আলীর ছেলে ইমরান (২১) ও শার্শা উপজেলার রামপুর গ্রামের তৈয়বুরের ছেলে বকুল হোসেন (৩৫)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ বকুলকে বেনাপোল ঘিবা সীমান্ত থেকে আটক করা হয় এবং চৌগাছা মাসিলা সীমান্ত এলাকা থেকে ১৯২ বোতল ফেনসিডিলসহ ইমরানকে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪,৭৬,৮০০/- (চার লক্ষ ছিয়াত্তর হাজার আটশত) টাকা।
আটককৃতদের নামে মামলা দিয়ে স্ব-স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।