শাহাবুদ্দিন আহমেদ বেনাপোলঃ যশোরের বেনাপোল পৌরসভার পাটবাড়ী মন্দির এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার ৩ জনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
(বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে বেনাপোল পৌরসভার পাটবাড়ী মন্দির এাকার শাহাজান মোড় থেকে ৬ কেজি গাজাসহ মোঃ বাবুল ফকির (৪৮), পিতা-মোঃ রবিউল ফকির, সাং-গাতীপাড়া,মোঃ রাজিব হোসেন (২৪), পিতা-মোঃ আঃ রহিম, সাং-রায়পুর, মোঃ মিলন হোসেন (২১), পিতা-মোঃ জুলফিকার আলী, সাং-রঘুনাথপুর, সর্ব থানা বেনাপোল পোর্ট থানা।
এবেপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বেনাপোল পৌরসভার পাটবাড়ী মন্দির এলাকায় মাদক চোরাচালানীরা অবস্থান করছেন,পরে সেখানে আমার পুলিশ ফোর্স পাঠিয়ে ৬ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত আসামীদেরকে মাদক মামলা দিয়ে যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হবে।