বেনাপোল সীমান্তে ভারতীয় ফেনসিডিল ও অনুপ্রবেশে আটক-২

http://www.71news24.com/2019/03/18/1128

 

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোলঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৩২২ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৫০ বোতল কেশ কালার তৈল
এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে দুইজন বাংলাদেশি নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী, দৌলতপুর এবং পাঁচভুলাট বিওপি’র টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল ও দুইজন অনুপ্রবেশকারীকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, দৌলতপুর বিওপি’র একটি টহল দল দৌলতপুর তালতলা মাঠের মধ্য হতে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল, দৌলতপুর বিওপি’র অপর একটি টহল দল বালুর মাঠ খালের মুখ নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল, পুটখালী বিওপি’র একটি টহল দল বারপোত মাঠের মধ্য হতে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও দৌলতপুর বিওপি’র অন্য একটি টহল দল গাতিপাড়া আতিক মসজিদের পার্শ্ব হতে ১৫০ বোতল ভারতীয় দুলহান কেশ কালার তৈল আটক করে।

অপরদিকে, পাঁচভুলট বিওপির একটি টহল দল
পাঁচভুলট গ্রামস্থ জনৈক আল আমিনের বাড়ীর পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় দুইজন বাংলাদেশি নাগরিক আটক করে।

যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের পিবিজিএমএস, অধিনায়ক লেঃ ইমরান উল্লাহ সরকার জানান,
আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে এবং আটক নাগরিকদ্বয়কে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Please follow and like us: