ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতে ঢুকে গেছে গনচীনের সেনাবাহিনী!!

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান, তথ্য ডেক্স থেকে :

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা তুলে নিয়েছে ভারত সরকার।

এ নিয়ে ভারত  এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে ক্রমশ।এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করল গণচীন।

ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে এসেছে গণচীনের সেনা।এমনই চাঞ্চল্যকর খবর মিলেছে।

ইণ্ডিয়া টিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চীনা সেনা ফের একবার অরুণাচল প্রদেশের আনজয় জেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে।

ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে প্রবেশের জন্য দইমরু নাল্লাহ এলাকায় একটি কাঠের ব্রীজও

বানিয়ে ফেলেছে চীনা সেনাবাহিনী।এই ঘটনা প্রকাশ করে এই ভিডিও পোস্ট করেছেন স্থানীয় এক বিজেপি কর্মী।

ভিডিওটি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ তাপির গাও।অগাষ্ট মাসের শুরুর দিকে এই ভিডিওটি তোলা হয় বলে খবর।বিজেপি সাংসদ জানিয়েছেন, এক মাস আগে ব্রিজটি বানানো হয়েছে।

চীনা সেনা বাহিনীরাই এই ব্রিজ নির্মাণ করে।তাপির গাওয়ের মতে অরুণাচল প্রদেশ খুবই স্পর্শকাতর এলাকা।এখানকার পার্বত্য অঞ্চলে একাধিক অনুপ্রবেশের রাস্তা রয়েছে।

যা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন কেন্দ্রের।বিজেপি সাংসদের দাবি ওই ব্রীজের চারপাশে বুটের দাগ দেখতে পাওয়া গিয়েছে।স্থানীয় বাসিন্দারাই এই খবর দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

যদি এই খবর সত্যি হয়, তবে ভারতের নিরাপত্তারক্ষেত্রে তা রীতিমত উদ্বেগের বলে জানিয়েছেন এই বিজেপি সাংসদ।ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তাপির গাও বলেন খুব ভালো করে দেখলেই বোঝা যাবে ব্রিজটি সদ্য নির্মাণ করা হয়েছে।কাঠের হলেও, ব্রিজটি যথেষ্ট মজবুত।স্থানীয় প্রশাসন তো বটেই, কেন্দ্রের উচিত এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া।উল্লেখ্য, অরুণাচল প্রদেশের আনজয় জেলার সানগালাম গ্রামটি গণচীন সীমান্তের খুব কাছে অবস্থিত৷

রীতিমত স্পর্শকাতর এলাকা হিসেবে এটিকে চিহ্নিত করেছে ভারতীয় সেনা৷গণচীন সীমান্ত থেকে এটি মাত্র ২০০ কিমি দূরে অবস্থিত৷

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেনঃ ভারত-পাকিস্তান ব্রিটেনের অংশ। কাশ্মীর ইস্যুতে ভারতের পদক্ষেপে ক্ষেপে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “ভারত যদি কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে ভারতের অংশে বানাতে পারে, ব্রিটিশ সরকারও ‘ইন্ডিয়ান ইনডিপেনডেন্স এক্ট -৪৭’ বাতিল করে ভারত-পাকিস্তানকে ব্রিটিশের অংশ বানাতে পারবে!এখানে কোনো দেশ, ব্যক্তি-গুষ্টি পানি ঘোলাটে করতে পারবে না, কারণ এটা ব্রিটেনের আভ্যন্তরীণ বিষয়।

Please follow and like us: