মোঃ মেহেদী হাসান :
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যশোরের মণিরামপুরের খেদাপাড়া গ্রামে অবস্থিত মেসার্স এমআর ব্রিকস এর মালিক আব্দুর রাজ্জাককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ ফেব্রæয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এসময় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার জন্য আদালত ভাটা মালিককে ছয় মাসের সময় বেধে দেন।
অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ নুরুল ইসলাম বলেন, পরিবশে অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মণিরামপুরের খেদাপাড়ায় অবস্থিত এমআরএম ইটভাটার মালিক আব্দুর রাজ্জাককে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারায় অপরাধ গণ্য করে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে ৫০ হাজার টাকা নগদ পরিশোধ করে মুক্তি পান তিনি।
আদালতের এই অভিযান অব্যহত থাকবে বলে জানান বিচারক মোঃ নুরুল ইসলাম।