মাদক,সন্ত্রাস,জমি দখলকারী ও অতিথি নেতাদের যুবলীগে ঠাই নেই:শেখ সোহেল উদ্দিন

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস : বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন বলেছেন, তৃণমূলের অবস্থান ভাল না হলে দল শক্তিশালী হবে না। অতিথি পাখি দিয়ে রাজনীতি হয় না। কোনো অতিথি পাখি যুবলীগের নেতা হতে পারবেন না। যুবলীগ করতে হলে মাঠে-ময়দানে থাকতে হবে। পরিচ্ছন্ন, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হতে হবে। মাদক, সন্ত্রাস, জমি দখলকারীদের যুবলীগে স্থান হবে না। যুবলীগ হবে সমাজের সাধারণ মানুষের কাছে আইডল সংগঠন। যুবলীগের নেতাকর্মীদের চরিত্র দেখে সমাজের চিত্র বদলে যাবে।

বুধবার (০১ ডিসেম্বর) যশোর সিসিটিএস মিলনায়তনে জেলা যুবলীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

২৩ জানুয়ারি যশোর জেলা যুবলীগের সম্মেলন

বর্ধিত সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন -ছবি একাত্তর নিউজ ২৪

তিনি আরো বলেন, একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সোনার বাংলা গড়া সম্ভব। দেশে যেসব উন্নয়ন হচ্ছে সেগুলো একমাত্র শেখ হাসিনার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা ও ধৈর্যের ফসল। শেখ হাসিনার অবস্থানকে আরো শক্তিশালী করতে উন্নয়ন চিত্র প্রচার করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষ নিরাপদে থাকবে। উন্নয়নের গতি বেগমান থাকবে।

 

বর্ধিতসভায় প্রধান বক্তা ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী।

 

জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বর্ধিতসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নবী নেওয়াজ, মৃণাল কান্তি জোয়াদ্দার, কেন্দ্রীয় গ্রন্থাগার সম্পাদক শেখ নবিরুজ্জামান বাবু, সহ-সম্পাদক বাবলুর রহমান, সদস্য চৈতি বিশ্বাস, বেল্লাল হোসেন, নাজমুল হাসান, হুমায়ুন সুলতান, আব্দুল্লাহ রানা ও অমিত কুমার বসু।

 

বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সহ সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, দফতর সম্পাদক হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়, যশোর শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান, মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী, চৌগাছা উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, অভয়নগর উপজেলা যুবলীগের আহবায়ক তারিম হোসেন ও ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুস সালাম।

Please follow and like us: