মোংলা প্রতিনিধি: সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিদের ধর্মঘটের ফলে বাস চলাচল বন্ধ রয়েছে মোংলায়। সোমবার সকাল থেকে মোংলা-খুলনা-বাগেরহাট র“টে কোন যানবাহন চলাচল করেনি।
মোংলা থেকে ছেড়ে যায়নি দুর পালার কোন বাস। এতে চরম বিপাকে পড়ছেন যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে জিবনের ঝুকি নিয়ে থ্রি হুইলারসহ নসিমন করিমনে যাত্রা করছেন তাদের গন্তব্যে।
তবে পরিবহন শ্রমিকরা বলছেন,নতুন পাশ হওয়া আইনে দন্ড বেশি হওয়ায় তারা এ পেশায় থাকতে চাচ্ছেননা। আইন সংশোধন না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তারা।
Please follow and like us: