শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
মাত্র কয়েক দিনের ব্যাবধানে আবারো ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাচ্চু জমাদ্দার নামে এক ব্যক্তি নিহত। আজ সকাল সাড়ে এগারোটার দিকে যশোর খুলনা মহাসড়কের জামতলা আফিল অটোব্রিক্স এর সামনে যশোর দিক থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট ২২৮৬৩২ নাম্বারের বেপরোয়া গতির ট্রাক অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলে ধাক্কা দিলে মটর সাইকেল আরোহীর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মৃত মটর সাইকেল আরোহী যশোর সদরের বসুন্দিয়ার ৯নং ওয়ার্ডের (ঘুনি) জমাদ্দার পাড়ার মৃত আহম্মেদ জমাদ্দারের ছেলে বাচ্চু জমাদ্দার দার (৪৩) দূর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে লাশ যশোর সদর হাসপাতালে প্রেরণ করে । এমন ঘটনা প্রতিনিয়ত এ রাস্তায় ঘটে চলেছে, এলাকাবাসী বলেছেন হাইওয়ে পুলিশের কোনো নজরদারি না থাকায় অপরিপক্ক ড্রাইভার,লাইসেন্স এবং ফিটনেস বিহীন গাড়ি উল্টা পাল্টা চালানোর কারণে প্রায়ই এমন ঘটনা ঘটে চলেছে। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর দাবি এবিষয়টি উর্ধতন প্রশাসনের নজরদারিতে আনার প্রয়োজন।