জি এম অভি : যশোরে প্রতিবেশি নারীর সাথে অনৈতিক কাজ করে পালাতে যেয়ে আরিফ হোসেন (৩০) নামে এক যুকব বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন।
এ সময় স্থানীয়রা তাকে গণধোলায় দিয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চুড়ামনকাটি ইউনিয়নের দৌলতদিহি গ্রামের ইসলাম তরফদারের ছেলে।
স্থানীয় সূত্র জানান, দীর্ঘদিন ধরে আরিফ হোসেন চুড়ামনকাটি অদর্শপাড়ার স্বামী পরিত্যক্ত এক নারীর সাথে পরকিয়া করে আসছিলেন। বুধবার রাত ১১ টার দিকে আরিফ ওই নারীর বাড়িতে যান ও অনৈতিক কাজে লিপ্ত হন।
এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরলে আরিফ বাড়ির এক তলার ছাদ থেকে নিচে ঝাপ দেন। এতে তিনি গুরুতর আহত হন ও স্থানীয়রা তাকে মারপিট করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত আরিফ জানায়, আমি মাথা ঘুরে পরেগেছি তখন লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসছেন আর আমার মটর সাইকেল পরিষদে নিয়ে গেছে ।
স্থানীয় ও সদর উপজেলা যুবলীগের সদস্য মেহেদী হাসান রুনু জানান, আমরা এধরনের একটা খবর শুনেছি তবে বিস্তারিত জানতে চাইলে অামাকে একটু সময় দিতে হবে ।
জানতে চাইলে চুরামনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না বলেন, আমি এখনও কিছু জানতে পারিনি তবে কিছু লোকজন আমার পরিষদে একটি মটরসাইকেল রেখে গেছে , আমি আগামীকাল ওদেরকে পরিষদে ডাকব।