যশোরে আনসার সদস্য হত্যাকারী সন্দেহে গ্রেফতার ৭ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর : যশোরে আনসার সদস্য হোসেন আলী দফাদার হত্যার সাথে জড়িত সন্দেহে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যাকা-ের ব্যবহৃত চাকু ও দুটি মোটরসাইকেল। জেলা গোয়েন্দা পুলিশ এই হত্যার রহস্য উদঘাটন করেছে। রবিবার দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম।

তিনি জানান, গত ৩০ নভেম্বর আনসার সদস্য হোসেন আলী দফাদার হাশিমপুর বাজারে হত্যাকা-ের শিকার হন। ১২ ডিসেম্বর যশোর ডিবি পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে ফুলবাড়ি গ্রাম থেকে আমিনুর রহমান মিঠুকে গ্রেফতার করে। পরে ১৪ ডিসেম্বর ঢাকার ভাসানটেক ও কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল, আনোয়ার, হাবিল ওরফে বার্মিজ, বিজয় কুমার বিশ্বাস এবং যশোরের হাশিমপুর বাজার থেকে সুজন ও সজল হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর ১৫ ডিসেম্বর মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় অভিযান চালিয়ে আলী রাজ বাবু ওরফে ছোট বাবুকেকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হত্যাকা-ের মূল আসামি জুয়েল-মুন্নার নেতৃত্বে হাশিমপুর বাজারে একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। এই গ্যাং এলাকায় চাঁদাবাজি, মাদক বিক্রি ও ভাড়াটে খুনি হিসেবে কাজ করে।

Please follow and like us: