যশোরে দশ হাজার অসহায় হত দরিদ্র ও দিনমজুরের মাঝে খাদ্য সামগ্রী দিলেন শাহিন চাকলাদার -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস:    করোনা ভাইরাস সংক্রমণের কারনে ঘরে থাকা যশোর জেলার দশ হাজার অসহায় হত দরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন যশোর জেেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং যশোর-৬ কেশবপুর আসনের   নৌকা মার্কার মনোনিত প্রাথী

 

শাহীন চাকলাদার । আজ দুপুরে যশোর জেলা ত্রান কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার  হোসেনের  মাধ্যমে জেলা প্রশাসকের  নিকট  আটটি উপজেলার জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের পক্ষে যুব নেতা তৌহিদ চাকলাদার ফন্টু।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ  আহমেদ, ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন,  আব্দুল মান্নান মুন্না, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক  এস এম মাহমুদ হাসান বিপু ।

Please follow and like us: