যশোরে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর  অফিস : যশোর সদর উপজেলর ইছালী ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাকিব (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী খুন হয়েছে। সে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নমব শ্রেণির শিক্ষার্থী।


নিহতের স্বজন সূত্র জানায়, গ্রামে  আধিপত্ত বিস্তার করাকে কেন্দ্র করে রাকিবুলের সাথে তার বন্ধু সোহানের বিরোধ চলে আসছিলো। রোবাবার রাত সাড়ে সাত টার দিকে রাকিবুল বাড়ির সামনে বসে মোবাইলে গেইম খেলছিলো। এ সময় সোহান তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন জানান, রাকিবুলের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। মৃত্যুর কারণ অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Please follow and like us: