যশোরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট পিপিই প্রদান-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টার্য্যরে পক্ষ থেকে ২০০ সেট পিপিই প্রদান করা হয়েছে। আজ দুপুরে যশোর কালেক্টরেটে জেলা প্রশাসকের কক্ষে এই পিপিই প্রদান করা হয়। জেলা প্রশাসক শফিউল আরিফ পিপিই গ্রহণ করেন। পিপিই প্রদান করেন মন্ত্রীর একান্ত সহকারী কবির খান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদসহ অন্যান্যরা।

এসময় জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, যে পরিমান পিপিই দরকার সেই তুলনায় জোগান নেই। যাদের পিপিই দরকার আমরা তাদেরকে সেই পরিমান পিপিই সরবারাহ করতে পারছি না। যারা মাঠে কাজ করছে তাদেরকেই পিপিই সরবরাহ করতে পারছি না। এজন্য সকলের এগিয়ে আসার আহবান জানান।

Please follow and like us: