স্টাফ রিপোর্টার: যশোর সদরের বসুন্দিয়ায় পেনে মাছ চাষ দুটি প্রকল্পে মৎস্য অবমুক্ত করা হয়েছে। রবিবার (১৪ই মে) বিকাল ৫টার দিকে যশোর সদরের বসুন্দিয়ায়, জঙ্গল বাঁধাল কাটা খালে মোট পাঁচটি প্রকল্পের মোধ্যে আজ দুটি প্রকল্পে মৎস্য অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা। বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।
ইউনিয়ন মৎস্য প্রতিনিধি ও যুবলীগ নেতা মহিবুল ইসলাম সাগর, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই সাইফুল ইসলাম সহ এলাকার এ প্রকল্পের সুফল ভোগী সদস্য বৃন্দ। এসময় প্রতিটি প্রকল্পে ১০ হেক্টর জলাশয়ে একশত পঁয়ষট্টি কেজি করে রুই, মৃগেল,গ্লাস কাপ,কমন কাপ,ব্লাড কাপ,পুটি মাছ দুটি প্রকল্পে অবমুক্ত করা হয়। মৎস্য সরবরাহ করেন, মৎস্য সরবরাহকারি প্রতিষ্ঠান মোল্যা ফিস ,জয়ান্তা। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা বলেন, মৎস্য অধিদপ্তর যশোর কতৃক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় আজকে বসুন্দিয়ার কাটা খালের দুইটি পেনে আমরা মাছের পোনা অবমুক্ত করছি। পর্যায়ক্রমে বাকি প্রকল্প গুলোতে মাছের পোনা অবমুক্ত করা হবে।