যশোরে এনসিসি ব্যাংক পিএলসি’র বৃক্ষরোপণ কর্মসূচি ‘এনসিসি নিসর্গ’ অনুষ্ঠিত

যশোরে এনসিসি ব্যাংক পিএলসি’র বৃক্ষরোপণ কর্মসূচি ‘এনসিসি নিসর্গ’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর :

এনসিসি ব্যাংক পিএলসি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে যশোর শাখার উদ্যোগে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারা দেশের ৪০টি নির্বাচিত শাখার মাধ্যমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যশোরে অনুষ্ঠিত এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ৩২টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি, বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির আরও ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের যশোর শাখার ম্যানেজার তৌহিদুর রহমান (এসএভিপি), এফএ ভিপি ম্যানেজার সাদ উদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এমরান হোসাইন।

এ ছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজলিন আনোয়ার, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার দেবনাথ, বিল্লাল হোসেন, শাহিদা আক্তার, মাকসুদুর রহমান, মহিদুল হক সিপনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিবেক সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনি ও প্রাক্তন শিক্ষার্থী কামাল হোসেন।

আল্লাহর আইনের শাসন এ দেশের শান্তি এনে দিতে পারে বসুন্দিয়ার গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই

আল্লাহর আইনের শাসন এ দেশের শান্তি এনে দিতে পারে
বসুন্দিয়ার গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশে’র আয়োজনে ২৭ জুলাই রবিবার বিকাল ৩টায় গণ সমাবেশ বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮৮’ যশোর-৪ নির্বাচনী এলাকায় এই প্রথম গণ সমাবেশ অনুষ্ঠিত হলো। বসুন্দিয়া ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) । তিনি সমাবেশে উপস্থিত জনতা এবং দেশবাসীর উদ্দেশ্যে বলেন যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিস্ট গণহত্যাকারীদের জনগণের উপর দমন নিপীড়ন ও রাষ্ট্রকে শোষণের চিত্র স্মরণ করুন। তিনি বলেন বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত ও শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। তিনি ইসলামের চেতনাকে ধারণ করে আগামীর নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় আইনজীবী পরিষদের যুগ্ন সম্পাদক এডভোকেট বায়েজিদ হোসেন, যশোর জেলা সাবেক পুলিশ অফিসার আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলী সরদার।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা যুগ্ন সম্পাদক আলহাজ্ব এইচ এম মহসিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, সদর উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা বেলাল হোসেন, অভয়নগর উপজেলা সভাপতি আলহাজ্ব মোকাররাম শেখ প্রমুখ।

যশোরে বিবেকে’র দ্বিবার্ষিক কমিটি গঠন সভাপতি অভি সাধারণ সম্পাদক আশিকুর রহমান টনি

যশোরে বিবেকে’র দ্বিবার্ষিক কমিটি গঠন সভাপতি অভি সাধারণ সম্পাদক আশিকুর রহমান টনি

স্টাফ রিপোর্টার,যশোর: যশোরে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার কমিটি গঠন হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ওবাইদুল ইসলাম অভি, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) সন্ধ্যায় মুড়লী মহসীন স্কুলের সামনে সংস্থার নিজস্ব কার্যালয় উপদেষ্টা মন্ডলির উপস্থিতিতে কমিটি ঘোষনা করেন, সংস্থার সম্মানিত উপদেষ্টা তৌহিদুর রহমান। আগামী দুই বছর মেয়াদী এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, নাসির খন্দকার, সহ-সভাপতি আমের আলী শেখ, সাংগঠনিক সম্পাদক সাবেক প্রচার সম্পাদক ইমাম হাসান রুবেল, যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদিকা মোস্তাকিমা খন্দকার, দপ্তর সম্পাদক ওবায়দুল্লাহ, কোষাধাক্ষ্য নুর ইসলাম মনা, প্রচার সম্পাদক মোল্য অবাইদুর রহমান, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসিফ আকবর সেতু ও নির্বাহী সদস্য তরিকুল ইসলাম।

কমিটি ঘোষনাকালে উপস্থিত ছিলেন, সংস্থার প্রধান উপদেষ্টা কামাল হোসেন, সম্মানিত উপদেষ্টা রশিদ আহমেদ মুকুল, মহিব্বুর রহমান হিরন, সঞ্জয় মল্লিক, আব্দুল আলিম ও আব্দুস সবুর। এ সময় আরও উপস্থিত ছিলেন, সদস্য হাফিজুর রহমান জনি ও সিরাজুল ইসলাম সিরাজসহ অনেকে। বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সম্মাানিত উপদেষ্টা মন্ডলি তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, বিবেক একটি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা এটি গুটি গুটি পায়ে এগিয়ে আজ সাফল্যের দারপ্রান্তে। বিগত দিনে বিবেক যেভাবে সুনামের সাথে মানুষের কল্যাণে কাজ করেছে ঠিক সেভাবেই এমনকি আগামীতে আরও শুদ্ধভাবে এই কমিটি এগিয়ে যাবে। তাঁরা আরও বলেন, বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার আগামী দিনগুলো আরও বেশী জনকল্যাণে কাজ করবে তাতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি তারা করবেন বলেও আশ্বস্থ করেন।

গভীর রাতে ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের পদত্যাগ

একাত্তর নিউজ ডেস্ক :

গভীর রাতে ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। জুলাইয়ের প্রথম প্রহরে (সোমবার রাত ২টায়) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে পদত্যাগের কথা জানান।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই৷

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে যখন সারাদেশে মোমবাতি প্রজ্বালন হচ্ছে, এমন সময়ে রাশেদের পদত্যাগের স্ট্যাটাসে হতবাক হয়েছেন তাঁর সহকর্মীরা। মুর্হূতে তাঁর পোস্টের স্কিনশর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনাও করছেন।
পদত্যাগের কারণ জানতে গভীর রাতে রাশেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বৈষম্যবিরোধী আন্দোলনের এক সহকর্মীর ইনবক্সে লেখেন, ‘সারাক্ষণ কাঁদা ছোঁড়াছুড়ি। এসব আর ভালো লাগছে না।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদ। এই কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে জেলা কমিটির অনেকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ। ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে এক সপ্তাহের মধ্যে আরও ৭ নেতা পদত্যাগ করেন।

সর্বশেষ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপজেলা কমিটি গঠনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এছাড়া বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচিতেও নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায় হাতেগোনা।

নেতাকর্মীরা জানিয়েছে, গত বছর কোটা আন্দোলনের প্রথম থেকেই যশোরে নেতৃত্ব দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খান। বাম ঘরোনার ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই শিক্ষার্থী জুলাই আন্দলনে শিক্ষার্থীদের নিয়ে জেলায় তীব্র আন্দোলন গড়ে তোলেন। যার পুরস্কার স্বরুপ পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর কমিটির দায়িত্বভার তুলে দেয় কেন্দ্রীয় কমিটি। হঠাৎ কমিটি থেকে পদত্যাগ করায় হতবাক হয়েছেন জেলার বিভিন্ন অঙ্গনের মানুষ। রাশেদের এই পদত্যাগের মধ্য দিয়ে গুঞ্জন উঠেছে, কয়েকদিনের মধ্যে জেলা কমিটির আরও ডজনখানেক নেতাকর্মী পদত্যাগ করতে যাচ্ছেন। তারা সবাই রাশেদের অনুসারী হিসেবেই পরিচিত।

যশোর বসুন্দিয়ায় জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

বসুন্দিয়ায় জামায়াতের সহযোগী সমাবেশ অনুষ্ঠিত

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে,পুরুষ সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির,মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে (৩০ জুন) সোমবার,বিকাল চারটায় বসুন্দিয়া মোড় বাস স্ট্যান্ড চত্বরে এসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির, যশোর-৪ সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হবে সর্বপ্রথম সংস্কার, বিচার, তারপর পি,আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধশালী দুর্নীতি ও মাদকমুক্ত রাষ্ট্র হিসেবে গড়তে জামায়াতে ইসলামীকে সমর্থন দিতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন দুর্নীতি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাইলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতায় দিতে হবে।

ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পুরুষ সহযোগী সহস্রাধিক সদস্যের উপস্থিতিতে। এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার আমীর অধ্যাপক মাওলানা আশরাফ আলী, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর খান। বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বসুন্দিয়ার নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কেশবপুরে চাঁদা না দেয়ায় এস্কেভেটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ

কেশবপুরে চাঁদা না দেয়ায় এস্কেভেটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার :কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি এলাকায় চাঁদা না দেয়ায় এক ঘের ব্যবসায়ীর ঘেরের স্কেভটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় কেশবপুর থানা, সেনাবাহিনী ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত আবুল কাশেম গাজীর ছেলে কেরামত আলী গাজী দীর্ঘদিন ধরে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন । তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি ও বেলকাটি মৌজার চাতরার বিলের মধ্যে ৩২৫ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন। গত ০২ জুন তিনি মৎস্য ঘেরে স্কেভেটর দিয়ে পাড় বাধার কাজ করছিলেন। এসময় পাঁজিয়া এলাকার সাগরদত্তকাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সুমন সরদারের নেতৃত্বে বুলু সরদার, আনিছুর রহমান, মাসুদসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে ঘেরের পাড়ে এসে ঘেরের ম্যানেজার জাহাঙ্গীর আলম রাঙ্গার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ঘের করতে দিবে না বলে জানায় তারা। এসময় চাঁদা দিতে অস্বীকার করলে ঘেরের ভেড়িবাধ নির্মানের কাজে ব্যবহৃত এস্কেভেটর বন্ধ করে চাবি কেড়ে নেয়। এসময় চাঁদা না দিলে মৎস্য ঘেরের বড় ধরনের ক্ষতি এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে স্কেভেটরের চাবি নিয়ে চলে যায়। নিরুপায় হয়ে ঘের মালিক কেরামত গাজী কেশবপুর থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।
এ ববিষয়ে চাতরার বিল কমিটির সভাপতি রফিকুল ইসলাম বুলু বলেন, চাঁদাদাবি ও স্কেভেটরের চাবি কেড়ে নেয়ার ঘটনা শুনেছি। ০৩ জুন এবিষয়ে জমির সকল মালিকদের নিয়ে মিটিং করা হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঘের মালিক থানায় অভিযোগ করেন। থানার ওসি পরবর্তীতে চাবি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।
এ বিষয়ে সুমন সরদার বলেন, চাঁদাদাবির ঘটনা সঠিক নয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পুলিশের ডিবি’র চৌকস টিমের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে নগদের ছিনতাইকৃত ৩২ লক্ষ টাকা উদ্ধার সহ ৭ আসামি আটক

পুলিশের ডিবি’র চৌকস টিমের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে নগদের ছিনতাইকৃত ৩২ লক্ষ টাকা উদ্ধার সহ ৭ আসামি আটক

মনিরামপুর প্রতিনিধি:

মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর ছিনতাই হওয়া টাকার মধ্যে ৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। বুধবার (১৮ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে যশোর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত ৭ জন হলেন- যশোর শহরের পোস্ট অফিস পাড়ার মৃত খোরশেদ আলম মির্জার ছেলে ইউসুফ আলী সাজু (৩১), ঝিকরগাছা উপজেলার বাকড়া দিগদানা গ্রামের ইসলাইল গাজীর ছেলে রনি গাজী (২৬), একই গ্রামের রাশেদুল ইসলাম খাঁ’র ছেলে সুজন ইসলাম (৩৩), মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ইমাদুল গাজী (৪৬), ইমাদুল গাজীর ছেলে নাসিম গাজী (১৯), ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪) ও একই গ্রামের মজনুর রহমানের ছেলে সোহেল রানা (২১)।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগদের ডিস্ট্রিবিউটর মো. রবিউল ইসলাম একটি প্রাইভেট কারে ৩৫ লাখ টাকা নিয়ে যশোর থেকে মনিরামপুর যাচ্ছিলেন। পথে মনিরামপুর জামতলা দোনার নামক স্থানে দুর্বৃত্তরা প্রাইভেট কারের গতিরোধ করে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রথমে সাগর হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত আরও ৬ জনকে ৩২ লাখ ৫ হাজার ৫শ’ টাকাসহ আটক করা হয়।

আটককৃতদের ছিনতাই সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

যশোর কুয়াদা বাজারে দিনে দুপুরে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

মণিরামপুরে দিনে দুপুরে নাটকীয় ছিনতাই : নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই তদন্তে নেমেছে পুলিশ

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ-এর বিপুল অঙ্কের অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুয়াদ বাজারসংলগ্ন জামতলা দোনার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের থেকে জানা গেছে, নগদের এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম যশোর থেকে একটি প্রাইভেটকারে করে নগদের মণিরামপুর অফিসে টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে জামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে দুইটি মোটরসাইকেল এসে প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর তারা গাড়ির গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত যশোরের দিকে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক মিরাজুল ইসলাম ও জবেদা খাতুন জানান, তারা মাঠে কাজ করার সময় হঠাৎ গাড়ির কাচ ভাঙার শব্দ শুনে ছুটে গিয়ে দেখতে পান গাড়ির গ্লাস ভাঙা এবং দুইজন হতভম্ব হয়ে দাড়িয়ে আছেন।

নগদের মণিরামপুর শাখার সুপারভাইজার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাগে ৫৫ লাখ টাকা ছিল বলে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন।

প্রাইভেটকার ড্রাইভার (ঢাকা মেট্রো গ ১৫-৫৯২৩)সাজু হোসেন বলেন, “দুই মোটরসাইকেল সামনে পড়ে গাড়ি থামাতে বাধ্য হই। কিছু বুঝে ওঠার আগেই গ্লাস ভেঙে আমাদের মারধর শুরু করে। তারপর টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।”

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশসহ একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে নগদের এরিয়া ম্যানেজারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। ঘটনার পেছনের মূল কারণ ও জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে।”

ছিনতাইয়ের এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রধান উপদেষ্টার সাথে ঈদ সাক্ষাৎ করলেন সস্ত্রীক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোরে শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে বিবেকে’র ঈদ সামগ্রী বিতরণ

যশোরে শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে বিবেকে’র ঈদ সামগ্রী বিতরণ

যশোর প্রতিনিধি : যশোরে প্রায় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিবেক সমাজকল্যাণ সংস্থা। মঙ্গলবার বিকেলে মুড়লি মোড় সংস্থার নিজস্ব কার্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরন করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।


বিবেক সভাপতি ওবাইদুল ইসলাম অভির সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা কামাল হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সূর্য সংঘ ক্লাব ও ক্লাব হাউস পাবলিক স্কুলের সভাপতি খন্দকার মহিব্বুর রহমান হিরণ, বিবেকের উপদেষ্টা ও মুন ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর রশিদ আহমেদ মুকুল,উপদেষ্টা বিবেক ও আব্দুস সামাদ মেমোরিয়ালের শিক্ষক সঞ্জয় কুমার,বিশিষ্ট ব্যবসায়ী রাদিত মেশিনারি প্রোপ্রাইটর নাসির খশরু শাহিন, খাদিজা এন্টারপ্রাইজ প্রোপ্রাইটর এম এ সবুর প্রমুখ।

ঈদ সামগ্রীর মধ্যে সেমাই,চিনি,সোয়াবিন তেল,আলু,পিয়াজ,রসুন,মসলা,সাবান ও একটি করে সোনালী মুরগী বিতরন করা হয়।

বিবেক’র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনির সার্বিক তত্বাবধানে ঈদ সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন,যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম,প্রচার সম্পাদক ইমাম হাসান রুবেল,কোষাধ্যক্ষ আসিফ আকবর সেতু।

ঈদ সামগ্রী বিতরণকালে বক্তারা বিবেক’র সাফল্য কামনা করে বলেন, আগমীদিনে ও যেন সংস্থাটি মানুষের কল্যাণে কাজ চলমান রাখে।
উল্লেখ্য,মানবতার কল্যাণে আমরা ঐক্যবদ্ধ স্লোগান নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা। সংস্থাটি বিগত সময় থেকে আজ অবদি অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

যশোর সদরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

যশোর সদরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

স্টাফ রিপোর্টার : “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে যশোর সদর উপজেলার হলরুমে আলোচনা সভার মাধ্যমে এই সমাপনী অনুষ্ঠিত হয়।

যশোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার,

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, সিনিয়র মৎস অফিসার রিপন কুমার ঘোষ, মেডিকেল অফিসার ডাঃ ইলমা রহমান , মেডিকেল অফিসার মমতাজ পারভিন, গুলশানারা রহমান ইউপিআই কর্মী আফজাল হোসেনসহ স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শিশু থেকে প্রবীণ—সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। সুস্থ জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই। পরিবার ও সমাজে পুষ্টি-সচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যবান ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলা সম্ভব।” বক্তারা পুষ্টি নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া হতদরিদ্র নারীদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রাখাল রাজার স্মরণে মিলনমেলা: জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে হৃদয়ভরা শ্রদ্ধাঞ্জলি ও গনভোজ

রাখাল রাজার স্মরণে মিলনমেলা: চৌগাছায়  জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে হৃদয়ভরা শ্রদ্ধাঞ্জলি ও গনভোজ
নিজস্ব প্রতিনিধি:
চৌগাছা সরকারি শাহাদাত পাইলট হাই স্কুল মাঠ যেন রূপ নিয়েছিল এক আত্মিক মিলনমেলায়—বাংলার রাখাল রাজা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও গণভোজের দ্বিতীয় দিনে
আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বাতাসে ভাসছিল স্মৃতির সুর—এ যেন শুধুই এক অনুষ্ঠান নয়, বরং ছিল তা ভালোবাসা, শ্রদ্ধা আর চেতনার মূর্ত প্রতিচ্ছবি। চৌগাছা উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এই মহতী কর্মসূচিতে নেমে আসে মানুষের ঢল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, চৌগাছা-ঝিকরগাছা ৮৬/২ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, হাকিমপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা মাসুদুল হাসান এবং চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলীম চঞ্চল।
এছাড়াও মিলাদ ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল ইসলাম স্বরূপদা, ফুলসারা জগদীশপুর, হাকিমপুর ও পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ চৌগাছা থানা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ চৌগাছা পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা থানা ছাত্রদল ও যুবদলের উদ্যমী তরুণরা আর সর্বোপরি চৌগাছার সর্বস্তরের জনসাধারণ সততা, সাহস ও দেশপ্রেমের প্রতীক শহীদ জিয়াউর রহমানের স্মরণে এ আয়োজন যেন হয়ে উঠেছিল এক আত্মিক বন্ধনের কেন্দ্রবিন্দু। মিলাদে শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শেষে কয়েক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এই আয়োজন প্রমাণ করে—যিনি একদা বাংলার রাখাল রাজা হয়ে উঠেছিলেন কোটি মানুষের হৃদয়ের ধ্বনি, তিনি আজও সমানভাবে জেগে আছেন মানুষের প্রার্থনায়, ভালোবাসায়, আর স্বপ্নে।

যশোরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

যশোরে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন

খন্দকার আশিকুর রহমান (টনি):যশোরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ মে) ৯ নং ওয়াড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে উদ্যোগে মুরলী সূর্য সংঘ ক্লাব ও ক্লাব হাউস পাবলিক স্কুলের সামনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাবেক নেতা খন্দকার মুহিবুর রহমান হিরনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু,পৌর বিএনপি সাধারণ সম্পদক এহসানুল হক সেতু,জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, ৯ নং ওয়াড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালু, সাধারণ সম্পদক ফেরদৌস আহমেদ লিটনপ্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি ঠিক মতো পালন করতে পারি নাই।
আজ আমরা উন্মক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার। তার স্বপ্ন বাস্তবায়নে দেশ নায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া এদিন শহরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

যশোরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

যশোরে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ
নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে শহরের ভৈরব নদের দড়াটানা অংশে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।


অবমুক্তকৃত পোনার মধ্যে ছিল রুই, বাটা, সিলভার, জাপানি মৃনাল কাপ ও তেলাপিয়া মাছ। জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুব দলের আহ্বায়ক আনছারুল হক রানা, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষার, আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম আসাদ, শাহ আলম, আসলাম শেখ, বিদ্যুৎ কুমার বিশ্বাস প্রমুখ।

দেবহাটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

দেবহাটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

সাতক্ষীরা প্রতিনিধি :

মোমিনুর রহমান:বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডোর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ৩০মে শুক্রবার বিকাল ৪ টায় সখিপুর মোড় সংলগ্ন আলীম মাদ্রাসার দো,তলায় দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান মোকলেজ এর সভাপতিত্বে ও ছাত্রনেতা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম,সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে মোকলেছুর রহমান মুকুল, জাকির হোসেন, হাসান সরাফী, মাসুম বিল্লাহ, প্রভাষক কামাল হোসেন, আবুল হোসেন, আলতাফ হোসেন, সুমন পারভেজ। সাবেক যুবদল নেতা আব্দুল হাবিব মন্টু, অহিদুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক আবু তালেব মোল্ল্যা,এবাদুল ইসলাম, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, যুগ্ন আহবায়ক আহছানউল্লাহ ডালিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ এর আহবায়ক নাজমুল হুদা রিন্টু,সদস্য সচিব শিমুল হোসেন,কলেজ ছাত্র দলের নির্বাচিত সভাপতি ইমরান হোসেন, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক রুবেল হোসেন, উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, শ্রমিক দলের সভাপতি বিকাশ সরকার ও সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য শহীদ জিয়াউর রহমান ১৯৮১সালে ২৯মে এক সরকারি সফরে তিনি চট্রগ্রামে যান। ৩০মে চট্রগ্রাম সার্কিট হাউসে গভীর রাতে একদল সেনা সদস্য তাকে হত্যা করে। তারা তার লাশ চট্রগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। ৩ দিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকা জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।

যশোরে এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ

যশোরে এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে
দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ

যশোর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ ১৪ বছরের জুলুমের কারাগার থেকে মুক্তি লাভ করায়, সংগঠনটির যশোর জেলার পেশাজীবী থানা বিশেষ দোয়া মাহফিল ও শিশুদের মাঝে খাবার পরিবেশন কর্মসূচি সম্পন্ন করেছে।
২৯ মে বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার নতুন খরেরতলা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া এতিমখানায় শিশুদের মাঝে খাবার পরিবেশন ও দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন। সঞ্চালনা করেন অফিস সম্পাদক অফিস গাউছুল আজম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খন্দকার রশিদুজ্জামান রতন বলেন, জুলুমের কারাগার কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্য সবসময় উদ্ভাসিত এবং মিথ্যা অবশ্যম্ভাবীভাবে পরাজিত হয়। আজ মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি তারই উজ্জ্বল প্রমাণ। আলেম সমাজ এবং আগামীর আলেম হয়ে উঠা আমাদের প্রিয় সন্তানেরা যেন সত্য-ন্যায়ের পতাকা উঁচিয়ে রাখে, সে জন্য সকলের চোখ খোলা রাখার প্রয়োজন। ইসলামী আদর্শভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাশেম, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি আসাদুজ্জামান, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আনোয়ারুস সাদাতসহ পেশাজীবী থানার নেতৃবৃন্দ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং এ টি এম আজহারুল ইসলামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

যশোরে বিদায় বেলায় শিক্ষকের পা ধুয়ে জুতা পরিয়ে দিলেন শিক্ষার্থীরা

যশোরে বিদায় বেলায় শিক্ষকের পা ধুয়ে জুতা পরিয়ে দিলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

দীর্ঘ শিক্ষক জীবন শেষে যাচ্ছেন অবসরে।যশোর সদর উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহমেদকে রাজকীয়ভাবে বিদায় দিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় নিজে কাঁদলেও তার জন্য শিক্ষক-শিক্ষার্থীরাও কেঁদেছেন।

বিদায় লগ্নে স্কুলের শিক্ষার্থীরা শিক্ষকের পা ধুয়ে পরিষ্কার করে জুতা পরিয়ে দেন। পাশাপাশি বিদায় মুহূর্তে ফুল ছিটিয়ে একটি রাজকীয়ভাবে সাজানো প্রাইভেটকারে তাকে বিদায় দেন। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা একটি মোটরসাইকেল বহর নিয়ে শিক্ষককে নিজ বাড়িতে পৌঁছে দেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসলিমা খাতুন,সাবেক প্রধান শিক্ষক আবু মুসা, সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ রায় প্রমুখ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, অবসরজনিত বিদায় আমাদের মনকে নাড়া দিয়েছে। বিষয়টা খুবই কষ্টের ও বেদনার । তিনি নিঃসন্দেহে একজন ভাল মানুষ এই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীর অশ্রুসিক্ত নয়ন তার প্রমাণ। শিক্ষকতা জীবনের অনন্য অবদানের সুফল ও ভালো কর্মের পুরস্কার এটি।

আলোচনা সভা শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ, বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ওই শিক্ষককে সম্মাননা স্মারক এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।

যশোরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পের অবহিতকরণ সেমিনার

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পের অবহিতকরণ সেমিনার

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেজ) এর অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) যশোর সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো: শফিকুল ইসলাম সহকারী পরিচালক, পিএইচটিসি সেন্টার খুলনা।
উপজেলা সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সরকারি সমাজসেবা অফিসার আফরোজা সুলতানাসহ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। বংশ পরম্পরায় চলমান এসব পেশাজীবীদের আরও আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

যশোর পোস্ট অফিস থেকে নাইট গার্ডের লাশ উদ্ধার

যশোর পোস্ট অফিস থেকে নাইট গার্ডের লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি:
যশোরের প্রধান ডাকঘর থেকে নাইটগার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।রাতেঅফিসে ডিউটি করতে আসেন। সকালে সহকর্মীরা দেখেন তার মরদেহ পড়ে আছে পেছনের একটি নির্মাণাধীন ঘরে। পরে পুলিশকে খবর দেয়া হয় । রবিউলের শ্যালক শামীম জানান, তার দুলাভাই মাগুরা থেকে মাস দুয়েক আগে বদলি হয়ে যশোরে আসেন। তার এক মেয়ে, এক ছেলে স্ত্রী মাগুরায় থাকেন। কেন এমনটি হয়েছে তারা বুঝতে পারছেন না।
এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল তাদের নাইটগার্ড ছিলেন। রাতে সে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তাদেরকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের গলায় দড়ি পেঁচানো ছিল। দেখে মনে হচ্ছে ঝুলে আত্মহত্যা করেছে। ওই রশি চিকন হয় পড়ে গেছে । এতে তার মাথাও ফেটে গেছে। এলাকায় উৎসুক জনতা ভিড় করেছে প্রধান ডাকঘরে। আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে ধ্রুম্রজাল সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ খোঁজখবর নিচ্ছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

যশোরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, নিমিষেই শেষ বিদেশ যাত্রার স্বপ্ন

যশোরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, নিমিষেই শেষ বিদেশ যাত্রার স্বপ্ন

যশোর প্রতিনিধি:
এক নিমিষেই শেষ হয়ে গেল কলেজছাত্র আসিফ হোসেনের বিদেশ যাওয়ার স্বপ্নসাধ। মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট আনতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ট্রাকের চাপায় মর্মান্তিকভাবে তিনি নিহত হন। এ ঘটনায় আহত হন তার বন্ধু রাকিবুল ইসলাম শুভ। রোববার দুপুর ২টারদিকে যশোর -ঝিনাইদহ মহাসড়কের যশোরের খয়েরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আসিফ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে। আর গুরুতর আহত রাকিবুল ইসলাম শুভ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা দুজনেই পালবাড়িতে অবস্থিত টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহতের স্বজনেরা ও পুলিশ জানিয়েছে, আগামী মাসে নিহত আসিফের মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিলো। এই জন্য যশোর পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন। আজ (রোববার) তার পাসপোর্ট দেওয়ার দিন ছিলো। দুপুরে তার কলেজের বন্ধু রাকিবকে নিয়ে পাসর্পোট আনতে যান। ফেরার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোরের খয়েরতলা নামক স্থান আসলে ঝিনাইদহ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আসিফের মৃত্যু হয়। আর গুরুতর অবস্থায় স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও নিহতের স্বজনেরা সড়কে গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করেন।
ঘটনাস্থলেই আসেন নিহত আসিফের মা বাবা ও চাচা। অকালে এভাবে মারা যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছিলেন না তারা। তারা তিনজনেই সড়কের পাশে আহাজারি করছিলেন। স্থানীয়রা তাদের শান্ত¦না দেওয়ার চেষ্টা করছিলেন। বুকফাটা আর্তনাদ করছিলেন বাবা মেহের আলী। ভাইকে জড়িয়ে ধরে বলছিলেন, ‘আমার কি হয়ে গেলো। আমার তো সব শেষ! হে মাবুদ তুমি আমার ছেলেটারে কেন এভাবে কেড়ে নিলে। ছেলেটারে বিদেশে পাঠাতে চাইছিলাম। কাগজপত্রও এসেছিলো। আজ পাসপোর্ট দিবে বলে খুব খুশি ছিলো। পাসপোর্ট আনতে গিয়ে ছেলেটার প্রাণটা চলে গেল। আমি কি নিয়ে বাঁচবো। বাড়ি থেকে বের হওয়ার সময় সাবধানে গাড়ি চালাতে বলেছিলাম। ছেলেটা ট্রাকের চাকায় চাপা পড়ে গেল। আমার স্বপ্নও শেষ হয়ে গেল।
আসিফ যেখানে ট্রাকের চাকায় পিষ্ট হয়; তার কয়েক গজ দূরেই টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ। আসিফ নিহতের খবর পেয়ে তার বন্ধুরাও ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর তার স্বজন ও বন্ধুদের বুকফাটা আর্তনাদে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় খয়েরতলা এলাকায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে । ট্রাকটির চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।