ঝিকরগাছায় কর্মহীন ৩ শ পরিবারের পাশে জাগরণী সংসদ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর) অফিস : করোনাভাইরাস প্রতিরোধে ও এ থেকে রেহাই পেতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সমস্ত সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় কর্মহীন মানুষেরা নিরুপায় হয়ে পড়েছেন।

তাই কর্মহীন ৩০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঝিকরগাছা জাগরণী সংসদ। ঐতিহ্যবাহী এ যুব সংগঠনটি এর আগেও নানা দূর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

সংকট মোকাবেলায় নিন্ম ওসীমিত আয়ের মানুষের জন্য খাদ্য ও ঔষুধ বিতরণ কার্যক্রম করছে জাগরণী সংসদ। প্রায় ৩০০ পরিবারের মাজে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন ও ১ লিটার তৈলসহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। জাগরণী সংসদের সাধারন পরিষদের সভাপতি ও খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম নিশানের নিদেশনায় ও জাগরণী ত্রান পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল মুকুটের পরিচালনায় পৌর সদরের ৭.৮ ও ৯ নং ওয়ার্ডে এসব ত্রান বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ত্রান পরিচালনা কমিটির সদস্য ও জাগরণী সংসদের সভাপতি মুনিরুল আলম মিশর, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম , রাশিদুর ইসলাম হিরু, জাহিদ নেওয়াজ ডিটো,সোহেল হাওলাদার, আযম মোহাম্মদ ড্যানী, গোলাম মোস্তফা সুমন, বাদল প্রমূখ।

Please follow and like us: