খাবারের ফেরিওয়ালা মিজান খাবার নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল : করোনার প্রভাবে ইতিমধ্যে গৃহবন্দী দেশের সর্বস্তরের মানুষ। আধপেটা খেয়ে তারা দিন কাটালেও, কষ্টের অন্ত নেই ছিন্নমূল, ভবঘুরে পাগল ও রাস্তার পশুদের। আর সেই সব মানুষ সহ সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে খাবারের ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছে শার্শার উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

প্রতি নিয়ত তিনি খাবার নিয়ে ছুটে বেড়াচ্ছেন যশোরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। ভবঘুরে এসব মানুষকে দিচ্ছেন রান্না করা খাবার।

প্রতিদিনের খাবার বিতরণের অংশ হিসাবে আজ মিজান যশোরের ঝিকরগাছার থানা এলাকা, উপজেলা মোড়, রেল স্টেশন, গদখালি বাজার ও বেনেয়ালী বাজারের বিভিন্ন জায়গায় ছুটে যান খাদ্য সামগ্রী নিয়ে। আর খাবার তুলে দেন ক্ষুধার্ত এসব মানুষের মাঝে।

Please follow and like us: