গুলশানে এইচটি ইমামের ছেলের বাসা সন্দেহে ভাংচুর , বাবা-ছেলেসহ গ্রেফতার ৩

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক:

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসা সন্দেহে বাসার ভেতর ঢুকে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তারা হলো—শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা–ছেলে।

এ বিষয়ে বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চলে। ওই ঘটনায় বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০–২৫ জন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা। ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে যান গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিন জন আটক করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের হয়েছে।

Please follow and like us: