জি এম অভি, যশোর অফিস :
যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেনের উদ্যোগে পৌরসভাসহ ১১ টি ইউনিয়নে কয়েক হাজার দরিদ্র মানুষের মাঝে প্রায় ৬০ মণ সবজি বিতরণ করছেন।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে আয় বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে দিনমজুর, শ্রমিক ও নিম্নআয়ের মানুষ। তাদের মাঝে ফ্রি সবজি বিতরণের এমন উদ্যোগ নিয়েছেন এই ছাত্র নেতা।
শনিবার সকালে উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় ২ টি ভ্যানে করে ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেনের নেতৃত্বে একদল কর্মী ভ্রাম্যমাণ ফ্রি সবজি বিতরণ কর্মসূচিতে যোগ দেন।
সামাজিক দূরত্ব মেনে সাধারণ মানুষের প্রয়োজনমত নানা পদের সবজি হাতে তুলে দেন তারা।
দুটি ভ্যানে আড়াই মণ মিষ্টি কুমড়া, দুই মণ পটল, ত্রিশ কেজি কাচা কলা ,বিশ কেজি ভেন্টি, চল্লিশ তাড়ি পুইশাক, চল্লিশ তাড়ি লাল শাক, বিশ কেজি আলু, ২৫ কেজি বেগুন, ৫০টি লাউ ও ১০০ কেজি চাউল বিতরণ করেছে।
ফিরোজ হোসেনের সাথে ফ্রি সবজি তিবরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেয় সুখপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা তাহমিদ শাকিল, তরুন তানভির, তমাল, রাসেল মল্লিক, আশিকুর রহমান ,দেলোয়ার হোসেন, হাসান মৃধা, ইমরান খান, পান্নু মিয়া, সরোয়ার হোসেন, রিংকু মিয়া প্রমুখ।
ফিরোজ হোসেন জানান আগামি সোমবার উপজেলার বাকি ১০ টি ইউনিয়নে ২২ টি ভ্যানে ফ্রি সবজি বাজার নামক ভ্যানে সবজি বিতরণ করা হবে।