জাতীয় সম্মেলনের আগেই সকল মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন : ওবায়দুল কাদের

http://www.71news24.com/2019/03/18/1128
একাত্তর নিউজ ডেস্ক: জাতীয় সম্মেলনের আগেই আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও এর সহযোগী সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটির দ্রুত সম্মেলন করার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশনার কথা জানান। দলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে পালনের লক্ষ্যে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে চলা নেতাকর্মীরা আগামী অক্টোবরে আগেই নতুন কমিটি পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সহযোগী সংগঠনগুলো যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আমরা ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। শুধু সহযোগী সংগঠন নয়, আওয়ামী লীগের জেলা মহানগর, উপজেলা, থানা শাখা সংগঠনের যে সকল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের স্ব স্ব সম্মেলন সম্পন্ন করার জন্য আমরা কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছি।’

কমিটি করতে গিয়ে ব্যক্তি পছন্দের লোক না নেয়ার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কমিটি করতে গিয়ে নিজের লোক খুঁজবেন না, দলের লোক খুঁজবেন। কেউ নিজের থাকবে না। সবাই আওয়ামী লীগের, সবাই শেখ হাসিনার সঙ্গে থাকবে।

তিনি বলেন, নিজের লোক কখনও চিরস্থায়ী থাকে না। দলের জন্য কাজ করুন। দল কে শক্তিশালী করুন। দুঃসময়ে দলের নেতা-কর্মীদের অবহেলা করবেন না। যারা অসহায় অসচ্ছল তাদের পাশে দাঁড়ান।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা আসছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এবার আমাদের বিদ্রোহীর সংখ্যা একেবারেই কম ছিল। তবুও বিদ্রোহীদের ব্যপারে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমরা শৃঙ্খলার বেপারে আরও কঠোর হবো। আগামী কার্যনির্বাহী সভায় এ ব্যাপারে আলোচনা হবে।

‘বেগম খালেদা জিয়ার মুক্তি সরকারের জন্য আটকে আছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির এই সব অভিযোগ অবান্তর ও হাস্যকর। খালেদা জিয়ার মুক্তি কেবল আদালতই দিতে পারে। এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই। আওয়ামী লীগ সরকার কখনওই আদালতের উপর হস্তক্ষেপ করেনি, করবেও না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদেক খান, সহ-সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল, সহ-সভাপতি শেখ বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ বক্তব্য রাখেন।

Please follow and like us: