যশোর অফিস : যশোর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ বলেছেন, বিএনপি-জামায়াতের নীতি নির্ধারকরা এখন পাকিস্তান ও ইংল্যান্ডে বসে ষড়যন্ত্রের নীল নকশা এঁেক চলেছে। আর দেশে বসে তাদের কতিপয় চর এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার দুপুরে শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরও বলেন, বিএনপি-জামায়াত শিবির, আইএসআই, কতিপয় দলছুট নেতা মিলে ঐক্যফ্রন্ট নামে এক জগাখিঁচুড়ি বানিয়েছে। দেশবাসী তাদের নৈরাজ্যের কথা ভোলেনি। এদেশকে আফগানিস্তান বা পাকিস্তান বানাতে কেউই চায় না। তারা ক্ষমতায় এলেই দেশে জঙ্গিবাদ, বাংলাভাই আর সন্ত্রাসবাদের উত্থান ঘটে। তাই স্বাধীনতাপ্রিয় এদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, আওয়ামী লীগনেতা মোকাররম হোসেন টিপু, পৌর কাউন্সিলর মকশিমুল বারী অপু প্রমুখ। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, অ্যাড. আবুল কায়েস, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হক, মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানাসহ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে যশোর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ গণসংযোগ করেন। বউবাজার থেকে বেরিয়ে ঘোপ জেল রোড, হাসপাতাল মোড় হয়ে সেন্ট্রাল রোড পর্যন্ত তিনি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগটি বিশাল মিছিলে রূপ নেয়। সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত জনতা উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চায়। ওইসময় রাস্তার দু’ধারের সাধারণ মানুষ কাজী নাবিল আহমেদকে হাত নেড়ে তাদের সমর্থন জানায়।
গণসংযোগকালে তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, আওয়ামী লীগনেতা সেলিম আহমেদ, হুমায়ন কবীর কবু, যুবলীগনেতা আজহার হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক লীগনেতা লুৎফুল কবীর বিজু, আনোয়ার হোসেন মুশতাক, ওয়াহিদুজ্জামান বাবলু, সাবেক ছাত্রনেতা পয়সাল খানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামায়াত-বিএনপির নীতিনির্ধারকরা পাকিস্তান ও ইংল্যান্ডে : কাজী নাবিল
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: