আবুল কালাম আজাদ, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার সবার জন্য বাসস্থান গৃহহীনদের গৃহায়ন নির্মাণ প্রকল্পের আওতায় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায়ের বাস্তবায়নে “আমার শহর আমার গ্রাম” স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর সদরের মধ্যে সর্বমোট ২১টি বাড়ি নির্মানের কাজ শুরু হয়েছে। ২শকত জমির উপর ২লক্ষ ৫৮হাজার ৫শত ৩১ টাকা ব্যয়ে একটি বাড়ি তৈরি করা হবে। রবিবার সকাল ৯টার সময় পৌর সদরের কৃষ্ণনগর বিশ্বাসপাড়া গ্রামে গৃহহীন মেজবা উদ্দীন বাবুর স্ত্রী আছিয়ার নামে সরকারিভাবে বরাদ্দকৃত ঘরের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনেরাল অবসরপ্রাপ্ত ডাক্তার নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, উপজেলা প্রকল্প অফিসার এসএম আবু আবদুল্লাহ বায়েজিদ, উপজেলা যুবলীগের সদস্য শামীম রেজা, স্বেচ্ছাসেবকলীগের অর্থ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মাহবুব হাসান বরি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, মিঠুন সরকার, পৌর কাউন্সিলরগণ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ।