ঝুমঝুমপুরে ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

স্টাফ রিপোর্টার : যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাশমত আলী জীবনের নেতৃত্বে ২শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় যশোর শহরতলীর ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী বহুমুখি মাদ্রাসা প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন স্থানীয় কলোনীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং ফজলুল উলুম কওমী মাদ্রাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোঃ হারুনুর রশিদ।

 

এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, বিসিক শিল্পনগরী মালিক সমিতির নেতা মনির হোসেন, যশোর জেলা বাস্তহারা লীগের সভাপতি আবুল কাশেম খান, ফজলুল উলুম কওমী মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ¦ বজলুর রহমান, রাফিউ সমিতির পরিচালক মোঃ রায়হান আহমেদ সোহেল ও মোঃ রাজিব উদ্দীন, আর.এম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের স্বত্বাধিকারী মোঃ রিপন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে ঝুমঝুমপুর নিরিবিলি এলাকা, বালিয়াডাঙ্গা, কলোনীপাড়া ও বাস্তহারাপাড়ার ২শতাধিক দরিদ্র জনগোষ্ঠির মাঝে চাল, আটা ও আলু বিতরণ করা হয়। এ কর্মসূচীর প্রধান সমন্বয়ক শেখ দিনু আহমেদ বলেছেন, দরিদ্র মানুষের মাঝে আরও এক দফা খাদ্য বিতরণ করা হবে।

Please follow and like us: