না পাওয়ার যন্ত্রনা।
গাজী শহিদুল ইসলাম
একদিন চোখের লোনা জলে
মনের সমস্ত হিংসাগুলো ধুয়ে ফেলবে,
ঝড়ো হাওয়াকে মিনতি করে বলবে
ওরা যেনো তোমার হৃদয়ে জমে থাকা
ঘৃণার স্তুপকে ঊড়িয়ে নিয়ে যায়-
দুর দিগন্তে কিংবা সাত সমুদ্রের ওপাড়ে।
কৃত্রিম ভালবাসার চাষীর নিকট থেকে
হৃদয়ের বন্ধকি জমি ফিরিয়ে এনে
প্রাকৃতিক ভাবে ভালবাসার চাষ করবে।
সেই পবিত্র ভালবাসা নিয়ে ছুটে আসবে
পিছন থেকে চিৎকার দিয়ে থামাতে বৃথা চেষ্টার আকুতিতে বার বার মুর্ছা যাবে,
কিন্তু সে দিন বড়ই দূর্ভাগ্য হবে তোমার
কারন, আমার মৃত্যুজম আমারই সামনে এসে সশরীরে উপস্থিত হবে।
আমাকে যেতেই হবে তার সাথে
শহস্র বার ডাকলেও পিছু হটা সম্ভব হবে না সে দিন ।
বুক চাপরাতে চাপরাতে তোমার নিজের ভুলের মাশুল দিতে তখন যে চিৎকার তুমি দিবে
সেই চিৎকারে আকাশ বাতাস স্তব্দ হয়ে যাবে,
থেমে যাবে ঢেউ, নিরব হবে নদীর জল
পাখিদের কন্ঠে থাকবেনা কোনো সুর
সবাই আপম মনে শুনবে তোমার করুন আর্তনাদ ।