বেনাপোলের ছোট আঁচড়া ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল : বেনাপোল পৌর আওয়ামীলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক ছোট আঁচড়া ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া পার্টি অফিস প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান।

এসময় সভাপতি পদে আক্তারুজ্জামান বাবলু এবং সাধারণ সম্পাদক পদে শান্তিপদ গাঙ্গুলী, বাবু সরদার ও তাজিন হোসেন প্রতিদ্বন্দীতা করেন।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ একটি বিশাল বড় সংগঠণ। যে সংগঠনের মধ্যে যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের কোন অভাব নেই। তাই, এই সম্মেলনকে ঘিরে অনেকে তাদের যোগ্যতার মাপকাঠি নিয়ে বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতা করছেন। এখানে যোগ্যতানুসারে এবং পোড় খাওয়া আওয়ামীলীগের কর্মীরাই কেবল দলের পদ-পদবীতে স্থান পাবে। এছাড়া যোগ্যতার মাপকাঠিতে অনেকে আবার অনেক ভালো হওয়ায় তাদেরকে ওয়ার্ড কমিটিতে না রেখে পৌর কমিটিসহ উপজেলা কমিটির মূল সংগঠনসহ বিভিন্ন সহযোগী সংগঠনে সংযুক্ত করা হবে।

তবে, মনে রাখতে হবে, আওয়ামীলীগ একটি বিচক্ষণতার দল। তাই, বর্তমান কমিটিতে কোন অবস্থাতেই যেনো হাইব্রীড আওয়ামীলীগসহ দলের দূর্দিনের সময়ে যারা লুকোচুরি খেলেছে তারা যেনো কোন অবস্থাতেই পদ-পদবী না পায়। কারণ, আওয়ামীলীগ এই বাংলাকে স্বাধীন করেছে। তাই, এদেশের প্রতি আওয়ামীলীগের মায়া-মমতা অনেক বেশি। এজন্য এদেশের নেতৃত্বে কেবল আওয়ামীলীগকে মানায়। সেজন্যইতো জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দলমত নির্বিশেষ দেশের উন্নয়নে আমূল পরিবর্তণ এনেছেন এবং দেশের জন্য এখনও কাজ করে যাচ্ছেন। একশ বছরের টার্গেট নিয়ে প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা দেশকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন। তাই আমাদেরকেও সূদূর প্রসারী চিন্তাভাবনা করে ওয়ার্ড কমিটিসহ সকল কমিটি গঠণ করতে হবে বলে মন্তব্য করেছেন আলহাজ্ব নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, পৌর কাউন্সিলর কামরুন নাহার আন্না, বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা, প্রচার সম্পাদক আকবার আলী, আওয়ামীলীগ নেতা স্বপন, শাহজাহান আলী, সাবেক চেয়ারম্যান নওশের আলী, যুবলীগ নেতা ফারুখ হোসেন উজ্জল, জসীম উদ্দিন, সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please follow and like us: