বেনাপোল সীমান্তে পিস্তল, গুলি ম্যাগজিন ও গান পাউডার সহ আটক-১

http://www.71news24.com/2019/03/18/1128

৩টি বিদেশী পিস্তল , ৬৬ রাউন্ড গুলি , তিনটি ম্যাগজিন, ও ১ কেজি গান পাউডার সহ আছলাম হোসেন শিমুল (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব

শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশী পিস্তল , ৬৬ রাউন্ড গুলি , তিনটি ম্যাগজিন, ও ১ কেজি গান পাউডার সহ আছলাম হোসেন শিমুল (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বেলা ১১ টার সময় ওই বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে এসব অস্ত্র উদ্ধার করে। আটকৃত আছলাম হোসেন শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে। যশোর র‌্যাব -৬ এর এএসপি সমীর সরকার বলেন , গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে ৩টি বিদেশী পিস্তল ৬৬ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়। তদন্তর স্বার্থে তাকে যশোর র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। আটকৃত আসামি শিমুলের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলেকে ষড়যন্ত্র মুলক ভাবে ফাঁসানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র আমার ছেলের না। আমার বাড়িতে যশোর শহরের তপন এর স্ত্রী ছনিয়া নামে এক নারী ভাড়া থাকত। তারা এখন থাকে না। অস্ত্র তাদের হতে পারে বলে আমার ধারনা।

Please follow and like us: