ভয়াবহ রূপে “ঘুর্ণিঝড় বুলবুল” মোংলা-পায়রায় ৭, চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান, আবহাওয়া ডেক্স থেকেঃ

“ঘূর্ণিঝড় বুলবুল”র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

তবে কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় আবহাওয়া অধিদফতর সাংবাদিক সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে “ঘূর্ণিঝড় বুলবুল” মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

 

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত যেকোনো সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে।

 

“ঘূর্ণিঝড় বুলবুল”র প্রভাবে সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে।

জেলাগুলো হচ্ছেঃ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা।

Please follow and like us: