নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি : যশোরের মনিরামপুরের ব্রাক্ষণডাঙ্গা গ্রামে স্থানীয় ভুমিকর্মকর্তার নির্দেশ অমান্য করে সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গা গ্রামের গোলাম মোড়লের ছেলে জাফর মোড়ল ( ৪৫), একই গ্রামের জালাল বিশ্বাসের ছেলে আলোচিত আজাদ (২৮) এর একদল দুর্বৃত্তের সহযোগিতায় সরকারি রাস্তা সংলগ্ন একটি বড় রেন্টি গাছ বিক্রি করেছে একই গ্রামের মৃত আতিয়ারের ছেলে বহুল কাঠ ব্যবসায়ী হাদিউজ্জামান (৪২) এর কাছে । যার আনুমানিক মুল্য ২০ হাজার টাকা । এই কাঠ ব্যবসায়ী হাদিউজ্জামানের বিরুদ্ধে এলাকায় সরকারি গাছ বেচা-কেনাসহ নানাবিধ অভিযোগ রয়েছে। বুধবার ১৫ এপ্রিল দুপুর ১২ টার স্বরজমিনে গিয়ে এ গাছ কর্তনের দৃশ্য দেখা যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দেশে এখন মরণঘাতি করোনা ভাইরাস নিয়ে সবাই চিন্তিত, প্রতিদিনিই করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হচ্ছে মানুষ। এই সুযোগে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল সরকারি গাছ কর্তনের মহোৎসবে মেতে উঠেছে। এদের কি দেখার কেউ নেই। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।
এ বিষয়ে জাফর বলেন,সরকারি রাস্তা সংলগ্ন আমার জমিতে গাছ যদি রাস্তার ভিতরে গাছটি যেয়ে থাকে তাহলে আমি পরে গাছ বিক্রির টাকা রাস্তার কাজে দিয়ে দিব।
এ বিষয়ে ঢাকুরিয়া ইউনিয়নের সহকারি ভুমিকর্মকর্তা নজরুল ইসলামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, গাছ কর্তনের বিষয়টি আমি জানিনা, তবে আপনারা ব্যাপারীকে বলেন, অফিস এখন বন্ধ,পরে অফিস খুললে আমরা বিষয়টি দেখবো তারপর নিয়ম অনুযায়ী গাছটি তারা কর্তন করবে।
মনিরামপুরের ব্রাক্ষণডাঙ্গা গ্রামে সরকারি গাছ কর্তনের অভিযোগ 71news24
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: