যশোরের মনিরামপুরে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা বিচারাধীন।
শুক্রবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার উপজেলার টেংরামারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৩ জুলাই) মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। তার নাম মনিরামপুর থানার তালিকাভুক্ত রাজাকারের মধ্যে ১৪৩ নম্বরে রয়েছে। মানবতাবিরোধী অপরাধে মামলা হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।
ওসি নূর ই আলম সিদ্দিকী জানান, ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ফজর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার বড় মেয়ের বাড়ি উপজেলার টেংরামারি গ্রামে যান ফজর আলী। খবর পেয়ে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, শুক্রবার রাতেই ফজর আলীকে থানায় আনার পর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলাউদ্দিন এসে তাকে শনাক্ত করেন। এছাড়া মামলার সাক্ষী গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহ আব্দুজ জব্বারসহ স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমও রাতে থানায় এসে তাকে শনাক্ত করেছেন।