মোঃরাসেলহোসেন,যশোর(ভ্রাম্যমাণ)প্রতিনিধিঃ
অবিশ্বাস্য মনে হলেও সত্যি, “সম্রাট” একটি ষাঁড়ের নাম । আসছে ঈদ উল-আযহায় যশোরের পশু হাটে বাড়তি আকর্ষন ছড়াবে অভয়নগর প্রেমবাগের ষাঁড় সম্রাট। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন আনুমানিক ২৫ মন অর্থাৎ ১০০০ হাজার কেজি। ষাঁড়টি লম্বা ৯.৫ ফুট, উচ্চতা ৫.৬ ফুট, বুকের বেড় ৮.৭৫ ফুট, গায়ের রং সাদা কালো মিশিয়ে। ষাঁড়ের মালিক মোঃ আব্দুস সাত্তার(০১৯০২৫১১৪৩৫), পিতা মৃতঃ আবুল কালাম, সাং-ধলিরগাতী, প্রেমবাগ, অভয়নগর, যশোর। তিনি জানান এই ষাঁড়টি আমি ২০১৯ সালের প্রথম দিকে মাত্র ৮০ হাজার টাকায় ক্রয় করি। দৈহিক গঠন দেখে এর নামকরন করি “সম্রাট”।
কোন প্রকার মোটাতাজাকরন ঔষধ ছাড়াই শুধু খাবার খাইয়ে ২.৫ বছরে এত বড় করেছি সম্রাটকে। ক্রয়ের পর থেকে এক বছর পর্যন্ত দিনে খাবার খেতো ২শ থেকে ৩শ টাকার। এখন দিনে খাবার খায় ৩শ থেকে প্রায় ৫শত টাকার মত। গত বছর (২০২০) কোরবানীর ঈদে ষাঁড়টির দাম হয়েছিলো ৪/৪.৫ লাখ টাকা, আসছে ঈদ উল আযহা-কে সামনে ষাঁড়টির দাম হাকানো হয়েছে ২০ লক্ষ টাকা। গরুটিকে এক পলক দেখতে দূর দুরন্ত থেকে মানুষ আসছে দলে দলে। বিভিন্ন এলাকার গরু/গোশ ব্যবসায়ীদেরও আসতে দেখা যাচ্ছে। মালিক আব্দুস সাত্তারের ভাষ্য মতে ৭ লক্ষ টাকা পর্যন্ত দাম বলেছেন এক ব্যবসায়ী, আমার চাহিদা ২০ লক্ষ টাকা, তবে কিছু কম বেশি তো হবেই, কিন্তু দেশের এই মহামারীতে একটু চিন্তিত রয়েছি। সবশেষ “সম্রাট” কে বিক্রি করে দিতে হবে ভাবতেই চোখে পানি এসে যাচ্ছে।