জি এম অভি, যশোর অফিস: যশোরে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ভয়েসের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চাউল,ডাউল,তেল ও আলু বিতরণ করা হয় ।
সরকারি বিধিনিষেধ থাকায় জমায়েত সৃষ্টি না করে তাদের পক্ষে ০২ জন প্রতিনিধির হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব ও নির্বাহী পরিচালক এ.কে.এম নুরুল আমিন।
২৭ মার্চ সংগঠনের জেলা শাখার আহবায়ক জনাব আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ন আহবায়ক মোঃ শহিদ, যুগ্ন আহ্বায়ক শরীফ মাসউদ এ. হিমেল, অফিস সচিব মাহফুজ হাসান শান্ত, সদস্য শাকিল চৌধুরী সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় হিউম্যান রাইটস ভয়েসের কেন্দ্রীয় মহাসচিব ও নির্বাহী পরিচালক জনাব এ.কে.এম নুরুল আমিন বলেন আমরা শহরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি যেনো তারা কিছুটা স্বস্তি পেতে পারে।
এই সংক্রমন করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়ে জানতে পারে।তিনি সমাজের বিত্তবানদের এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।