যশোরে ১৩কোটি টাকার সোনার বারসহ ৬পাচারকারী আটক

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক:

যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকা থেকে ১৩ কোটি টাকা মূল্যের সোনার বারসহ ৬ জনকে আটক করেছে যশোর বিজিবি।

 

বুধবার (০১ জুন) দুপুরে তিনটি প্রাইভেটকার থেকে ১৩৫ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১৫ কেজি ৮০০গ্রাম যার আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা।

 

আটককৃতরা হলেন বেনাপোলের দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুর জেলার ঘাঘুারয়া গ্রামের রশিদ মিয়াজির ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লা জেলার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারির ছেলে শাহজালাল, মাদারীপুর জেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি গ্রামের মতিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি।

 

মঙ্গলবার দিনগত রাত তিনটার সময় বিজিবি ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই সোনা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকাল চারটায় যশোর ৪৯ ব্যাটেলিয়ানের লে: কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

Please follow and like us: