নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের সদর উপজেলার নরেন্দপুর ইউনিয়নের চৌঘাঠা গ্রামের গরীব কৃষক জাহাঙ্গীরেরর ২ বিঘা ধান কেটে ঘরে তুলে দিল যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় যশোর জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেনের নেতৃত্বে ২০ জন ছাত্রলীগ কর্মী সেচ্ছাশ্রমের মাধ্যমে ধান কেটে দেন।
গরীব কৃষক জাহাঙ্গীর আলম একাত্তর নিউজ২৪কে বলেন, আমি অনেক কষ্ট করে ধান চাষ করলেও, দেশে বর্তমান পরিস্থিতিতে কৃষক ও অর্থনৈতিক অভাবে আমি ধান কাটতে পারছিলাম না। আর আমার জমি নিচু হওয়ার কারণে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এজন্য শ্রমিকের পারিশ্রমিক ও অনেক বেশি চাচ্ছিল, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিলোনা। আমি যখন হতাশ! ঠিক তখনই আমার পাশে দাঁড়ালো যশোর জেলা ছাত্রলীগ। তারা আমার পানির নিচে থাকা ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,ও ছাত্রলীগের কাছে কৃতজ্ঞ।
এসময় এম এম কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সকলকে কৃষকের পাশে থাকতে বলেছেন। এবং অসহায় কৃষকের ধান কেটে দেবার নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভাট্টচার্যের তত্ববধানে।
সারাদেশের ন্যায়, যশোর জেলাতেও ছাত্রলীগের কর্মীরা ধান কাটা শুরু করেছে। এসময় তিনি আরো বলেন, যশোর সদরের মাননীয় সংসদ সদস্য জননেতা কাজী নাবিল আহমেদ সব সময় যশোর জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীকে, অসহায় কৃষকের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাই আমরা যশোর জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিয়ে ৮ টা উপজেলায় ২০ টা সেচ্ছাসেবক টিম প্রস্তুত করেছি। আমাদের হটলাইনে (০১৭১৫৭০৪৩৩৬) কল আসলেই, আমাদের টিম পৌছে যাবে অসহায় কৃষকের দড়জায়। আমরা যশোর জেলা ছাত্রলীগ সব সময় অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা মফিজুর রহমান স্বাধীন,ইনতেসাদ জামান সিহাব,রনি হাওলাদার,সির্ধাত্ব বিশ্বাস,অমিত হাসান সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।