যশোর অফিস : শুক্রবার রাতে যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম ওরফে টাক ইব্রাহিম (৩৫) নামে যুবলীগের স্থানীয় এক নেতা জখম হয়েছেন বলে খবর মিলেছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে সাতটার দিকে ইব্রাহিম নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকায় ডি কে মোটর্স সার্ভিসিংয়ের সামনে এলে একই এলাকার অন্তু, মিলন ও রানার নেতৃত্বে কয়েক যুবক তাকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা বিস্ফোরিত হলে ইব্রাহিম গুরুতর জখম হন। তাকে অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে যশোর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক বলেন, ‘বোমা হামলার ঘটনা আমি শুনেছি। তবে, কেউ আহত হয়েছে কি না জানি না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইব্রাহিম নয় নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
যোগাযোগ করা হলে যশোর কোতয়ালী থানার এসআই মাহমুদ জানাান,’খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে বোমার ধোঁয়া দেখতে পেয়েছি; তবে কোনো আলামত উদ্ধার হয়নি।’
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকার অন্তু, মিলন ও রানার নেতৃত্বে বোমা হামলার ঘটনা ঘটে। তবে, কেউ আহত হয়েছে কি না জানি না।’
যাকে লক্ষ্য করে বোমা হামলা করা হয়, সেই ইব্রাহিম গেল জাতীয় নির্বাচনের আগে মুড়লি এলাকায় সাংবাদিকদের ওপর চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে।