আব্দুল করিম রাজন : যশোর পুলের হাটের রাজগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় আহত আহাদ গাজী(২৬) মারা গেছেন। নিহত আহাদ গাজি যশোর সদর ১০ নং চাঁচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তপস্বীডাঙ্গা গ্রামের ইসলাম গাজীর ছেলে। তিনি পেশায় একজন রড মিস্ত্রী । বৃহস্পতিবার পুলের হাটের রাজগঞ্জ রোডেএই ঘটনাটি ঘটে । নিহতের পিতা-ইসলাম গাজী জানান তার ছেলে আহাদ গাজী মৃগে রোগী ছিলেন বেলা ৩ ঘটিকার সময় আহাদ সাইকেল নিয়ে পুলেরহাট বাজারে যায়। বাজার থেকে বাড়ি ফেরার পথে তপস্বীডাঙ্গা মকবুল মিয়ার সমিলের সামনে আনুমানিক বিকাল ৬ টার দিকে হঠাৎ তার মৃগে রোগ দেখা দেয় এমন সময় রাজগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী নসিমন ফিরছিলেন পুলেরহাট এর উদ্দেশ্যে এ সময় আহাদ গাজী নসিমন টির সামনে সাইকেল নিয়ে পড়ে যায় নসিমন টি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।একপর্যায়ে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে,গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে দ্রুত যশোর
২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে সন্ধ্যা ৬:১৮ মিনিটে তাকে জরুরী বিভাগে ভর্তি করে। এ সময় দায়িত্বরত ডাক্তার অমিত দাস তাকে দেখে মৃত ঘোষণা করেন। পরে মৃত আহাদ গাজীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
যশোর পুলেরহাট রাজগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানি
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: