শাহাবুদ্দিন অাহমেদ :
যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে ৯৬২ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সদস্যরা এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে সীমান্তের আর পিলার ৪০ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৯৬২ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ৩ লাখ ৮৪ হাজার ৮ শত টাকা বলে তিনি জানান।