শার্শা সীমান্তে অভিনব পন্থায় তেলের ট্যাঙ্কির মধ্যে ফেনসিডিল 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর অফিস : যশোরের শার্শা সীমান্তের গোগা গ্রাম হতে করোনা দুর্যোগের মধ্যেই একটি মোটরবাইকসহ ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাতে গোগা বাজারের উত্তর দিকে রাস্তায় রাখা একটি মোটরসাইকেল আটকিয়ে অভিনব পন্থায় তেলের ট্যাঙ্কির মধ্যে লুকিয়ে রাখা এই ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, মাদকব্যাবসায়ী কথিত সাংবাদিকের পরিচয়ে মাদক ব্যাবসা চালাচ্ছেন। আটককৃত পালছার গাড়ীর রং কালো ও সামনে বাংলাদেশের জাতীয় পতাকার ছবিসহ প্রেস লেখা রয়েছে। তবে ওই সাংবাদিক বিজিবির অভিযান আঁচ করতে পেরেই মোটরসাইকেল রেখে সটকে পড়েন।

গোগা বিওপির কোম্পানী কমান্ডার মোটর বাইক আটকিয়ে ফেনসিডিল উদ্ধার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়ীর নাম্বার প্লেট ও কাগজপত্র নেই। বহনকারীকে আটক করতে না পারায় পরিত্যাক্ত ধরা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। মোটরসাইকেলটির মালিককে খোঁজা হচ্ছে।

তবে সূত্র বলছে, পলাতক ওই ব্যক্তি ‘স্থানীয় একটি প্রেসক্লাবের’পদে থাকা একজন। শুক্রবার রাতে বিজিবির হাতে তিনি ফেনসিডিলসহ আটকও হয়েছিলেন। কিন্তু অদৃশ্য কোন কারনে ছাড়া পান। পরে ওই ফেনসিডিল পরিত্যাক্ত দেখানো হয়েছে বলে জানাযায় ।

স্বাআলো

Please follow and like us: