অনলাইন পোর্টাল “বনিফেস নিউজের” উদ্ভোদন

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর প্রতিনিধি:মানব কল্যাণে বিশ্ব জুড়ে,,,, এই শ্লোগানকে সামনে রেখে বনিফেস সামাজিক সংগঠনের অনলাইন নিউজ পোর্টাল “বনিফেস নিউজ” উদ্বোধন করা হয়।
আজ শুক্রবার বিকেল চারটায় যশোর প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনটি উদ্বোধন করেন বনিফেস সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান তৌহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনিফেস সামাজিক সংগঠনের উপদেষ্টা ও দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক নুর ইমাম বাবুল।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনিফেস সামাজিক সংগঠনের সদস্য ও দৈনিক প্রজন্ম অনলাইন নিউজের সাংবাদিক আসাদুজ্জামান শাওন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলাল হোসেন বনি।সদস্য, মোস্তাফিজুর রহমান, আলমগীর হোসেন, খালিদ হাসান, সুমাইয়া আক্তার রিনা,জামির হোসেন,আল মামুন শাওন, শহিদুল ইসলাম মিলন, আলমগীর,শেখ মাহামুদ আহাম্মেদ,সত্য নারায়ন ঘোষ, আশিকুর রহমান শিমুল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি আসাদুজ্জামান শাওন বলেন আমাদের লক্ষ নিউজের মাধ্যমে হতাশা গ্রস্থ যুবকের উৎসাহ দিয়ে উদ্যোগতা তৈরি করা।তাই সচেতনা মূলক নিউজ, বিভিন্ন উদ্যোগতার নিউজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নিউজ তুলে ধরাই হবে বনিফেস নিউজের অন্যতম কাজ।
এছাড়া বনিফেস সামাজিক সংগঠনের সকল সদস্যদের উদ্দেশে তিনি বলেন,আপনাদের সকলের দায়িত্ব এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া।তাই আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

Please follow and like us: