শাহারিন সুলতানা, অভয়নগর : যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর বার্ষিক ইন্ডাস্ট্রিয়াল ট্যুর গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। খ্যাতিযসা অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ট্যুরের জন্য এবছর দর্শনীয় স্থান হিসাবে নির্বাচন করা হয় দেশের সর্ববৃহত স্থলবন্দর যশোর জেলার বেনাপোল। বাংলাদেশের সবচেয়ে গূরুত্বপূর্ণ ও প্রতিবেশী দেশ ভারতের বাংলাভাষীদের অনুকূলীয় গুরুত্ববহ বন্দর এই বেনাপোল।
দুটি রাষ্ট্রের যাতায়াত এবং বহুমাত্রিক পণ্যের আমদানী ও রপ্তানীর এই কেন্দ্রবিন্দুটি দেশ ও জাতির কতটা চাহিদা পূরণে নিবেদিত, কি কি ব্যবস্থাপণার মাধ্যমে স্থলবন্দরের সামগ্রীক বিষয়াবলী পরিচালিত হয়, স্থলবন্দরে দুই দেশের নিয়োজিত দায়িত্বশীলদের দায়িত্বশীলতা, আমানতদারীতা, সততা, সহমর্মিতা, সচেতনতা ও দৃষ্টিভঙ্গির বিষয়ে জ্ঞানার্জনের লক্ষ্যে ইনস্টিটিউট কর্তৃপক্ষ এই ট্যুরের আয়োজন করেন।একদিনের এই ট্যুরের নেতৃত্ব দেন ইনস্টিটিউট এর সহকারী অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। সকল শিক্ষকদের অংশগ্রহনে ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থীদের নিয়ে সকাল সাড়ে ছয়টার ট্রেনে জেলার অভয়নগরের নওয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে বেনাপোলগামী ট্রেনে চড়ে উক্ত স্থলবন্দরে পৌছায়।বন্দর কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সামনে বিভিন্ন বিষয়ের বাস্তবতা তুলে ধরেন। মধ্যান্ন ভোজের পর শিক্ষার্থীদের পরিবেশনায় বিনোদন অনুষ্ঠিত হয়। এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর চেয়ারম্যান মাহাবুবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট এর ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল মল্লিক।সহকারী শিক্ষক ইশতিয়াক রহমান, বায়েজিদ হোসেন, ইমামুল কবির, সজিব হোসেন, নুরুন্নাহার, ফারজানা আফরোজ প্রমূখ।
Please follow and like us: